কে বলবে শিল্পা শেঠি ৪৫টি বসন্ত পার করেছেন? একই সঙ্গে তিনি অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী, ব্যবসায়ী, রিয়েলিটি শোয়ের বিচারক, স্টাইল আর ইয়োগা আইকনসহ আরও অনেক কিছু। সম্প্রতি নানা গুণে গুণী এই বলিউড তারকা আলোচনায় এসেছেন নতুন রেস্টুরেন্ট খুলে।
শিল্পা শেঠি ও তাঁর জীবনসঙ্গী রাজ কুন্দ্রা মুম্বাইয়ে বাস্তিয়ান চেনের একাধিক হোটেলের মালিক। আর এসব খাবারের দোকান বলিউড তারকাদের প্রিয় আড্ডার স্থান। এই ফুড চেইনের ৫০ শতাংশ স্টকহোল্ডার শিল্পা। সম্প্রতি এর নতুন শাখা উদ্বোধন করলেন শিল্পা। সেখানে রাজ ছাড়া আরও উপস্থিত ছিলেন বলিউডের আরেক তারকা দম্পতি জেনেলিয়া ডি সুজা ও রিতেশ দেশমুখ। ৯ মাস পর ঘরের বাইরে এই নতুন রেস্টুরেন্টেই রাতের খাওয়া সারলেন শিল্পা।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আপনাদের খাওয়া, আয়েশ আর আড্ডার জন্য নতুন রেস্টুরেন্ট তৈরি। শিগগিরই আসছে।’ শিল্পার পোস্ট করা ছবি থেকেই নতুন হোটেলের অন্দরমহলের রাজকীয় সাজসজ্জার ঝলক মিলেছে। জেনেলিয়া আর রিতেশও খাবার আর পরিবেশ—দুটোকেই দিয়েছেন দশে দশ। এই তারকা দম্পতি জানিয়েছেন, তাঁরা মাঝেমধ্যেই বন্ধুবান্ধব নিয়ে এখানে আড্ডা দেবেন। রিতেশ ভেগানদের জন্য বিশেষভাবে প্রস্তুত খাবারগুলো বেশি পছন্দ করেছেন। তিনি লিখেছেন, ‘ভালো খাবার দিয়ে সহজে হৃদয় জয় করা যায়। তাই যেখানকার খাবার সবচেয়ে মজার, সেখানকার হাসিও সবচেয়ে চওড়া, যেমন এখানে।’
লকডাউনে শিল্পা শেঠি বাড়ির সামনে সবজির বাগান করেছেন। নিজে ঝুড়িভর্তি সবজি তুলে রেঁধে খাইয়েছেন পরিবারের সদস্যদের। তাঁর ইয়োগার একটি অ্যাপসও চলে এসেছে। সেখানে নানা ব্যায়ামের পাশাপাশি ফিটনেস ও খাওয়াদাওয়া নিয়েও পরামর্শ দেন দুই সন্তানের এই মা। চলছে সুপার ড্যান্সারের বিচারকার্য। শেষ হয়েছে ‘নিকাম্মা’ ছবির শুটিং, মুক্তির অপেক্ষায় আছে শিল্পা অভিনীত ‘হাঙ্গামা টু’ ছবিটি।
২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী শিল্পার শিল্পপতি জীবনসঙ্গীর মোট সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় তিন হাজার কোটি টাকা। অন্যদিকে ২০২০ সালের হিসাব অনুসারে, শিল্পা নিজে ‘মাত্র’ ২০০ কোটি টাকার মালিক। সে কথাই কপিল শর্মা শোতে মনে করিয়ে দিলে শিল্পা হেসে বলেছিলেন, ‘এভাবেই আমি ৩ হাজার ২০০ কোটি টাকার মালিক।’ পাশে দাঁড়ানো জীবনসঙ্গীও হেসে মাথা ঝাঁকিয়ে সায় দিয়েছিলেন স্ত্রীর যুক্তিতে। তাই শিল্পা নিজে ‘বিশেষ ধনী’ না হলেও ২০০৯ সাল থেকে প্রতিবছর তাঁর নাম থাকে ‘ধনী ব্যবসায়ীর তারকা স্ত্রী’দের তালিকায়।