‘ধুম’ মানেই ডাকাতি এবং গাড়ি ও মোটরসাইকেলদৌড় প্রতিযোগিতা। বলিউডের ‘ধুম’ সিরিজের তিনটি ছবিই এই দুটি উপাদান দিয়ে দর্শকের মন জয় করেছে। এমনই উপাদান মিলেছে একটি ছবির ট্রেলারে। ডাকাতি ও গাড়িদৌড়—দুটোই দেখা গেল সেখানে। বলিউডে তাই গুঞ্জন, ধুমের মতোই কি কিছু হতে চলেছে?
সম্প্রতি প্রকাশিত হলো জ্যাকুলিন ফার্নান্দেজ ও সুশান্ত সিং রাজপুতের নেটফ্লিক্স ছবি ‘ড্রাইভ’। ট্রেলারে দেখা গেল, গাড়িদৌড় প্রতিযোগিতায় নামেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও সুশান্ত সিং রাজপুত। এবার দুজন পরিকল্পনা করেন রাষ্ট্রপতি ভবনে ডাকাতি করার। তাঁদের পেছনে লাগেন পুলিশরূপী বোমান ইরানি ও পঙ্কজ ত্রিপাঠি। ট্রেলার দেখে এটুকু আঁচ করা গেল। তাতেই সবাই ধরে নিয়েছেন, ‘ধুম’ ফ্রাঞ্চাইজির ছবির মতোই কিছু একটা হতে যাচ্ছে।
ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর। আগামী পয়লা নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এটি। এর আগে বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছায়। শেষমেশ নেটফ্লিক্সের সঙ্গে বোঝাপড়া চূড়ান্ত হয়েছে করণের। নেটফ্লিক্সেই মুক্তি পাচ্ছে এটি। করণ টুইটারে সিনেমাটির কয়েকটি স্থিরচিত্র দিয়েও পোস্ট দেন। ড্রাইভ পরিচালনা করেছেন তরুণ মানসুখানি। রোমাঞ্চকর ও থ্রিলার ঘরানার হতে পারে ছবিটি। কারণ, ছবির অভিনয়শিল্পী সুশান্ত সিং রাজপুত এক সাক্ষাৎকারে ছবিটি নিয়ে বলেছেন, ‘আপনি ছবিটি দেখতে বসলে বুঝতে পারবেন না, সামনে কী হতে যাচ্ছে।’
সুশান্ত ও জ্যাকুলিনের বছরটি খুব একটা ভালো যায়নি। দুজনকে নিয়ে বলিউডে আলোচনা নেই বললেই চলে। জ্যাকুলিন গত বছর রেস থ্রি ছবির পর এ বছর ড্রাইভ দিয়ে আলোচনায় এলেন। এর মধ্যে শুধু সাহো সিনেমায় অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন। আর সুশান্ত সিং রাজপুতের এ বছরের ঝুলিতে ছিল সোনচিড়িয়া ও ছিছোড়ে ছবি দুটি। খুব একটা সাড়া জাগাতে পারেননি। ভক্তরা অপেক্ষায়, নেটফ্লিক্সের ছবি তাঁকে কতটুকু সামনে এগিয়ে দেয়। হিন্দুস্তান টাইমস