যাঁদের হারিয়েছে বলিউড

২০২২ সাল সমাগত। বিদায় নিচ্ছে ২০২১। কোভিডসহ নানা কারণে এ বছর বলিউড হারিয়েছে জনপ্রিয় কিছু তারকা। তাঁদের নিয়ে এই আয়োজন।

অভিনেতা ও মডেল সিদ্ধার্থ শুক্লার মৃত্যু ছিল বলিউডের জন্য সবচেয়ে শোকের। তাঁর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন ভক্তরা। ২ সেপ্টেম্বর সকালে হৃদ্‌রোগে মারা যান এই তারকা
সংগৃহীত
৭ জুলাই ভারতীয় চলচ্চিত্রের অন্যতম মহাতারকা দিলীপ কুমার মারা যান। অনেক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন
৭৫ বছর বয়সে ভারতীয় অভিনেত্রী সুরেখা সিক্রি মারা যান। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ব্রেন স্ট্রোকে মারা যান এই অভিনেত্রী
হৃদ্‌রোগে মারা যান ঋষি কাপুর ও রণধীর কাপুরের ভাই রাজীব কাপুর
২৩ এপ্রিল ৪৭ বছর বয়সে অমিত মিস্ত্রি মারা যান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে
‘টু স্টেট’ খ্যাত অভিনেতা বিক্রমজিৎ কানওয়ারপাল ৫২ বছর বয়সে মারা যান। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন
চলচ্চিত্রকার রাজ কৌশল ৩০ জুন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি মন্দিরা বেদির স্বামী
‘ড্রিম গার্ল’ ছবির অভিনেত্রী রিঙ্কু সিং নিকুম্ভ মারা যান ৪ জুন। তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। কোভিড–১৯–সম্পর্কিত জটিলতায় মারা যান তিনি
সংগীত পরিচালক শ্রাবণ রাঠোর মারা যান এপ্রিলে। তিনিও করোনাক্রান্ত হয়েছিলেন
‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা ব্রহ্মা মিশ্রর মৃতদেহ পাওয়া যায় তাঁর মুম্বাইয়ের ফ্লাটে। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান