মুখ খুললেন দিয়ার স্বামীর প্রথম স্ত্রী

বৈভব রেখি ও দিয়া মির্জা। ছবি: ইনস্টাগ্রাম
বৈভব রেখি ও দিয়া মির্জা। ছবি: ইনস্টাগ্রাম

১৫ ফেব্রুয়ারি বিয়ে করেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা ও ব্যবসায়ী বৈভব রেখি। লাল বেনারসি, ওড়না ও ঐতিহ্যবাহী গয়না জড়ানো দিয়ার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দিয়া ও বৈভব দুজনের এটি দ্বিতীয় বিয়ে। সাবেক স্বামীর বিয়ে নিয়ে হঠাৎ সেদিন মন্তব্য করে বসেছেন বৈভব রেখির প্রথম স্ত্রী সুনয়না।

সুনয়না রেখি। ছবি: ইনস্টাগ্রাম
সুনয়না রেখি। ছবি: ইনস্টাগ্রাম

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন বৈভব রেখির প্রথম স্ত্রী সুনয়না। যেখানে তিনি বলেন, ‘আমি সুনয়না রেখি। নামটি নিশ্চয়ই শুনে থাকবেন। কারণ, এই মুহূর্তে খবরে আমার নাম আসছে। হ্যাঁ, আমার সাবেক স্বামীর সঙ্গে দিয়া মির্জার বিয়ে হয়েছে। অনেকেই আমাকে মেসেজে জিজ্ঞেস করছেন, আমি ঠিক আছি কি না এবং আমাদের সন্তান সামাইরা ঠিক আছে কি না? যাঁরা আমার কথা ভেবেছেন, প্রথমে আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই। মুম্বাইতে আমাদের আর কেউ নেই। অন্তত তাঁর পরিবারের অনেকে আছে। জীবনের প্রসার সব সময়ের জন্য সুন্দর।’

সামাইরা রেখি ও সুনয়না রেখি। ছবি: ইনস্টাগ্রাম

সুনয়না রেখি আরও বলেছেন, ‘একটা শিশুর জন্য জরুরি হচ্ছে তার চারপাশের সবাইকে ভালোবাসতে দেখা। যদি সামাইরা তার বাবা-মায়ের মধ্যে সেই ভালোবাসা না দেখে, তাহলে এখন অন্তত সে ভালোবাসা দেখতে পাবে। যেটা সামাইরাকে তার ভবিষ্যৎ সুন্দর করে তুলতে সাহায্য করবে। এখন সামাইরা বিয়ের মধ্যে ভালোবাসা দেখতে পাবে। আমি সামাইরা, তার বাবা এবং দিয়ার জন্য ভীষণ আনন্দিত।’

বৈভব ও তাঁর সাবেক স্ত্রী সুনয়না রেখির বিবাহিত জীবন নিয়ে তেমন কোনো তথ্য জানা যায়নি। দিয়ার ও তাঁর প্রথম স্বামী সহিল সঙ্ঘের বিচ্ছদ হয় ২০১৯ সালে।