পায়েল ঘোষ
পায়েল ঘোষ

‘মি টু’ অভিযোগকারী এবার মধুবালা

পায়েল ঘোষ এই মুহূর্তে বলিউডপাড়ায় বেশ পরিচিত নাম। বলিউডের নামজাদা চিত্রনির্মাতা অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে পায়েল রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন পায়েল। অভিনেত্রী হিসেবে এই জনপ্রিয়তা পাননি তিনি। আর এই জনপ্রিয়তাই পায়েলকে দিল বড় বাজেটের সিনেমা। হিন্দি সিনেমার বড় পর্দায় প্রবাদতুল্য অভিনেত্রী মধুবালার চরিত্রে দেখা যাবে পায়েলকে।
অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেন পায়েল। তবে এই মুহূর্তে তিনি চর্চায় তাঁর পরের ছবি নিয়ে। হিন্দি ছবির দুনিয়ার দাপুটে অভিনেত্রী মধুবালার ভূমিকায় দেখা যাবে পায়েলকে। ছবিটির নাম রাখা হয়েছে ‘রেড’। ছবিটিকে ঘিরে দারুণ উচ্ছ্বসিত এই বাঙালি অভিনেত্রী। এ প্রসঙ্গে পায়েল বলেন, ‘পর্দায় মধুবালারূপে আসব, ভেবেই শিহরিত আমি। আমার দেখা সবচেয়ে রূপসী তারকা উনি। ওনার জীবন সবার জানা প্রয়োজন।’

অনুরাগ ও পায়েল

‘রেড’ ছবির গল্প লিখেছেন পরিচালক অশোক ত্যাগী। ছবির প্রসঙ্গে পায়েল আরও বলেন, ‘ছবিটির চিত্রনাট্য পড়ে আমার মনে হয়েছে মধুবালা চরিত্রে আমিই সবচেয়ে বেশি যোগ্য। কারণ, এই ছবিতে নারীর শক্তির কথা বলা হয়েছে। মধুবালা একজন আইকনিক তারকা। আমার জন্য ওনার চরিত্রে অভিনয়ের থেকে বড় সম্মান আর হতে পারে না।’

পায়েল এর আগে দক্ষিণ ভারতের ছবিতে কাজ করেছেন

সেপ্টেম্বর মাসে পায়েল চিত্রনির্মাতা অনুরাগের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে কেস ফাইল করেছিলেন। এই বাঙালি নায়িকার অভিযোগ যে ২০১৩ সালে অনুরাগ তাঁকে বাসায় ডেকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রীকে ট্যাগ করে পায়েল টুইটে লিখেছিলেন, ‘অনুরাগ কশ্যপ আমাকে ধর্ষণ করতে চেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিন। একজন সৃষ্টিশীল মেধাবী নির্মাতার আড়ালে একটা দানব লুকিয়ে আছে। এই দেশের সামনে সেই দানবের আসল চেহারা উন্মোচিত করুন। আমি জানি, আমার ক্ষতি হতে পারে। আমার নিরাপত্তা নিয়েও আমি শঙ্কিত। আমাকে সাহায্য করুন প্লিজ।’
এ ব্যাপারে পুলিশ অনুরাগকে জিজ্ঞাসাবাদ করেছিল। তবে পায়েল কিছু প্রমাণ করতে পারেননি। এদিকে তিনি ‘রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া’তে যোগদান করেছেন।