নিজের সন্তানের সঙ্গে পর্দা ভাগাভাগি যেকোনো তারকার জন্যই আনন্দের। তেমনি পর্দায় যদি মা–বাবা থাকেন, সেটিও সন্তানের জন্য সমান উচ্ছ্বাসের। চলুন দেখে আসা যাক বলিউডের এমন কিছু মুহূর্ত।
বিনোদন ডেস্ক
‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবিতে বাবা অনিল কাপুরের সঙ্গে পর্দা ভাগাভাগি করেন সোনম কাপুর।
বিজ্ঞাপন
বাস্তবে তাঁরা মা–মেয়ে। আর ‘রাজি’ সিনেমাতেও সোনি রাজদান ও আলিয়া ভাট মা–মেয়ে।
বিজ্ঞাপন
‘মুন্না ভাই এমবিবিএস’ ছবিতে পর্দা ভাগাভাগি করেছিলেন একসঙ্গে বাবা সুনীল দত্ত ও ছেলে সঞ্জয় দত্ত।২০০৩ সালের কমেডি ছবি ‘বেশরম’–এ একসঙ্গে নিতু কাপুর, ঋষি কাপুর ও রণবীর কাপুর। বাস্তবে তাঁরা মা–বাবা–ছেলে।কাপুর খান্দানের তিন প্রজন্ম। ‘কাল আজ অওর কাল’ ছবিতে পৃথ্বিরাজ কাপুর, রাজ কাপুর ও রণধীর কাপুর।একটি নয়, চারটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চন। ‘সরকার’, ‘বান্টি অওর বাবলি’, ‘কাভি আলভিদা না ক্যাহনা’ ও ‘পা’ ছবিতে বাপ–বেটাকে একসঙ্গে দেখা গেছে।