পৃথ্বীরাজ ও সংযোগিতার প্রেমকাহিনি কৈশোরেই আলোড়িত করেছিল মানুষি ছিল্লারকে। শৈশবে রাজকুমারী সংযোগিতা ছিলেন মানুষির কাছে স্বপ্নের মতো। তাই নিজেকে রাজকুমারী সংযোগিতারূপে দেখে দারুণ উচ্ছ্বসিত এই বলিউড অভিনেত্রী। অভিষেক ছবিতেই স্বপ্নের চরিত্রে অভিনয়ের সুযোগে তিনি রোমাঞ্চিত।
কৈশোরেই মানুষি মুগ্ধ ছিলেন পৃথ্বীরাজ ও সংযোগিতার প্রেমকথায়। রাজকুমারী সংযোগিতার ব্যক্তিত্বও তাঁকে ভীষণ আকর্ষণ করত। একরাশ উচ্ছ্বাস নিয়ে মানুষি বলেন, ‘চিত্রনির্মাতা আদিত্য চোপড়ার কাছ থেকে “পৃথ্বীরাজ” ছবির প্রস্তাব পাওয়া আমার জীবনে এক মধুর সংযোজন। এই প্রাপ্তি আমি সারা জীবন উপভোগ করব। যত বড় হয়েছি, ততই ঐতিহাসিক এই অমর নায়কদের প্রতি আমার আগ্রহ বেড়েছে। স্কুলজীবন থেকে পৃথ্বীরাজ ও সংযোগিতার প্রেমকাহিনি ছিল আমার পছন্দের শীর্ষে। আজ আমি সংযোগিতারূপে পর্দায় আসতে যাচ্ছি, আমার জীবন সার্থক।’
মানুষি আরও বলেন, চরিত্রটি পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। তিনি বলেন, ‘এই ছবির চিত্রনাট্য শোনার সময় আমি শিশুর মতো আনন্দে লাফিয়ে উঠেছিলাম। কারণ আমাকে এমন এক কাহিনি বলা হয়েছিল, যা আমার কৈশোরের স্বপ্ন ছিল। পৃথ্বীরাজ ও সংযোগিতার প্রেমকাহিনি ভারতীয় ইতিহাসের সবচেয়ে সুন্দর একটি অধ্যায়। এই কাহিনি আমি পর্দায় তুলে ধরব। এর চেয়ে সৌভাগ্যের আর কী হতে পারে!’
হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন নিয়ে ছবি ‘পৃথ্বীরাজ’। যশরাজ ফিল্মসের ব্যানারের ছবিটি দিওয়ালিতে মুক্তি পাবে। তাই হরদম চলছে শুটিং। এটি হতে যাচ্ছে যশরাজ ফিল্মসের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র। পৃথ্বীরাজের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। তাঁর প্রেমিকা সংযোগিতার ভূমিকায় দেখা যাবে সাবেক বিশ্বসুন্দরী মানুষি ছিল্লারকে।