মাদক কেলেঙ্কারি আর অপমৃত্যুতে কুপোকাত বলিউড
মাদক কেলেঙ্কারি আর অপমৃত্যুতে কুপোকাত বলিউড

বলিউড ২০২০

মাদক কেলেঙ্কারি আর অপমৃত্যুতে কুপোকাত বলিউড

২০২০ সাল বলিউডের জন্য কেমন ছিল? ভারতীয় গণমাধ্যম ‘ই টাইমস’ এক কথায় উত্তর দিয়েছে, ‘ড্রামাটিক’। সেখানে করোনার স্থবিরতা ছিল, ছিল ফিরে আসার প্রাণান্ত চেষ্টা। সেখানে মৃত্যু কেড়ে নিয়েছে অনেকের প্রাণ, আবার এসেছে নতুন প্রাণের সুখবর। বলিউডের জন্য কেমন ছিল বছরটি, তা এক নজরে ফিরে দেখা যাক।

দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর ও সারা আলী খান

করোনা চেপে ধরেছিল বলিউডকে

২০২০ সালে গুগল সার্চে সবচেয়ে বেশি খোঁজা বলিউড তারকাদের তালিকায় উঠে এসেছে কণিকা কাপুরের নাম। তিনি প্রথম দিকে করোনায় আক্রান্ত হওয়া বলিউড তারকা। মার্চ মাসে যুক্তরাজ্য থেকে ফিরে কোয়ারেন্টিন না মেনে মুম্বাই শহরে ঘুরে বেড়িয়েছেন। লক্ষ্ণৌতে পার্টি করেছেন। সেখানে আমন্ত্রিত বিশেষ অতিথি আর দক্ষিণ আফ্রিকা থেকে আসা ক্রিকেট দলের সদস্যদের ফেলে দিয়েছিলেন শঙ্কায়। কারণ, এরপরেই তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবরটি বেরিয়ে পড়ে। দায়িত্বশীল আচরণ না করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলড হন কণিকা।

মাদক কেলেঙ্কারি আর অপমৃত্যুতে কুপোকাত বলিউড

এরপর একে একে বচ্চন পরিবার থেকে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন আর আরাধ্য করোনায় আক্রান্ত হন। বরুণ ধাওয়ান, নীতু কাপুর, অর্জুন কাপুর, মালাইকা অরোরা, জেনেলিয়া ডি সুজা, কৃতি শ্যাননসহ অনেক তারকা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সবাই পরে সুস্থ হয়েছেন।

ছয় মাসে ক্ষতি ছয় হাজার কোটি টাকা
কেবল ১০ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বলিউডে ক্ষতি হয়েছে ছয় হাজার কোটি টাকার বেশি। এই রিপোর্ট প্রকাশ করে তুমুল সাড়া ফেলেছে টাইমস অব ইন্ডিয়া। দীর্ঘদিন ধরে ছবি মুক্তি ছিল বন্ধ। বন্ধ ছিল শুটিংও। পরিচালক, প্রযোজক, কলাকুশলী, ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত সবাই অনির্দিষ্ট সময়ের জন্য কর্মহীন ছিলেন। এদিকে সিনেমা হল বন্ধ থাকায় বড় বাজেটের ছবিগুলো মুক্তি দেওয়া শুরু হয় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। বড় তারকারা ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে বেশ কিছু চুক্তিও সেরেছেন। লগ্নি করা কোটি কোটি টাকা মাসের পর মাস ধরে পড়ে ছিল।

‘গুলাবো সিতাবো’ ছবিতে আয়ুষ্মান ও অমিতাভ বচ্চন

সিনেমা হলের ক্ষতি হয়েছে, লাভ হয়েছে ওটিটির

‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ১০ জানুয়ারি মুক্তির পরে নতুন করে প্রকাশিত হয় ওটিটি (ওভার দ্য টপ) প্লাটফর্মে। এ ঘটনা সবার চোখ খুলে দেয়। একের পর এক বড় ছবি মুক্তি পেতে থাকে ওটিটিতে। ধীরে ধীরে বলিউডের বিনোদন ইন্ডাস্ট্রি ওটিটিকেন্দ্রিক হতে থাকে। ‘মিসেস সিরিয়াল কিলার’, ‘চোকড’, ‘গুলাবো সিতাবো’, ‘বুলবুল’, ‘শকুন্তলা দেবী’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’, ‘রাত আকেলি হ্যায়’, ‘সড়ক টু’, ‘ডলি কিটি ঔর চামাকতে সিতারে’, ‘লক্ষ্মী’, ‘লুডু’, ‘ইন্দু কী জাওয়ানি’, ‘কুলি নম্বর ওয়ান’–এর মতো ছবিগুলো মুক্তি পেয়েছে বিভিন্ন ওটিটিতে।

‘কুলি নাম্বার ওয়ান’ ছবির সেটে বরুণ ধাওয়ার আর সারা আলী খান

অন্যদিকে স্তিমিত হয়ে পড়েছে সিনেমা হল। এখনো গতি পায়নি সিনেমার শুটিং। তবে বাণিজ্য বিশ্লেষকেরা বলছেন, ওটিটি বড় পর্দাকে ক্ষতিগ্রস্ত করবে না। দুটি মাধ্যম আলাদা। দুই মাধ্যমের দুই আবেদন। পরিস্থিতি স্বাভাবিক হতেই মানুষ আবার সিনেমা হলে ফিরবে। চলচ্চিত্র পরিবেশক অক্ষয় রাঠি বলেন, ‘এই মুহূর্তে ওটিটি দাপট দেখাচ্ছে। কিন্তু এই সময় বেশি দিন থাকবে না। পরিস্থিতি স্বাভাবিক হতেই মানুষ আবার পপকর্ন হাতে হলে ঢুকবে। হলে একটা ভালো সিনেমা দেখার জন্য তারা মুখিয়ে আছে। সিনেমা হলের কোনো বিকল্প নেই।’

রিয়া চক্রবর্তী ও সুশান্ত সিং রাজপুত। ইয়াহু সার্চ ইঞ্জিন ব্যবহার করে ২০২০ সালে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এই দুজনকে।

সুশান্তের মৃত্যু ও এলোমেলো বলিউড


১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে বলিউডকে। মেধাবী অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বিনা মেঘে বজ্রপাতের মতো আঘাত হেনেছে বলিউডে। সুশান্তের মৃত্যুর তদন্তে উঠে এসেছে বলিউডের বেশ কিছু অন্ধকার দিক। মাদক কেলেঙ্কারি, স্বজনপ্রীতি (নেপোটিজম), যৌন হয়রানিসহ একের পর এক গুরুতর সব অভিযোগের বিষাক্ত ছোবলে নীল হয়েছে বলিউড। এসবের মধ্যেই টুইটারে কথার ঝড় তুলেছেন কঙ্গনা রনৌত।

‘কেদারনাথ’–এ সুশান্ত ও সারা

মাদক কেলেঙ্কারিতে কুপোকাত বলিউড


বলিউডের মাদক কেলেঙ্কারিতে নাম আসে জনপ্রিয় অনেক তারকার। বলিউডের দিকে চোখ চলে যায় পুরো ভারতের। এমনকি সংসদেও উঠে আসে বলিউডের মাদকযোগের বিষয়টি। মাদক কেলেঙ্কারিতে নাম এসেছে প্রয়াত সুশান্ত সিং রাজপুত ও তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর। কয়েক দিন কারাগারে বন্দী ছিলেন রিয়া। জেরা করা হয়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং ও অর্জুন রামপালকে। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) তালিকায় আরও নাম আছে হৃতিক রোশন, রণবীর সিং, শহীদ কাপুরেরও। করণ জোহরের নাম তালিকায় না এলেও নানা প্রসঙ্গে আলোচনায় উঠে এসেছেন। সব মিলিয়ে ২০২০ সাল বলিউডের জন্য যতটা না ইতিবাচক, তার চেয়ে ঢের বেশি নেতিবাচক হয়ে ধরা দিয়েছে।

দীপিকা পাড়ুকোন

অসহায় মানুষের পাশে তারকারা
করোনাকালে বলিউড তারকারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। দুহাত খুলে দান করেছেন সরকারি ও বেসরকারি ফান্ডে। সহায়তা করেছেন ব্যক্তিগত উদ্যোগেও। এই তারকাদের ভেতর আছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, সালমান খান, আমির খান, সোনু সুদসহ আরও অনেকে। সোনু ভাসমান শ্রমিক আর শিক্ষার্থীদের নিজ উদ্যোগে ঘরে ফেরার ব্যবস্থা করেছেন। তিনি হয়েছেন জাতীয় বীর।  

সোনু সুদ কখনোই বলিউডের প্রথম সারির তারকা ছিলেন না

দ্য শো মাস্ট গো অন
এত কিছুর পরেও মূল স্রোতে ফিরতে মরিয়া বলিউড। অক্ষয় কুমার ‘সূর্যবংশী’ আর ‘বেল বটম’ নামে দুটি ছবির শুটিং শেষ করেছেন। শুটিং করছেন ‘আতরঙ্গি রে’ আর ‘পৃথ্বিরাজ’ ছবির। পাইপলাইনে আছে ‘রক্ষা বন্ধন’ আর ‘রাম সেতু’। অজয় দেবগন একটি ছবি প্রযোজনা করছেন আর ‘মে ডে’ নামে আরেকটি ছবি পরিচালনা করবেন। রাজকুমার রাও আর ভূমি পেড়নেকরকে দেখা যাবে ‘বাঁধাই দো’ ছবিতে। আয়ুষ্মান খুরানার নতুন ছবি আসছে ‘ডক্টর জি’ নামে। রণবীর সিংকে দেখা যাবে ‘সার্কাস’ ছবিতে। আসছে হরর কমেডি ছবি ‘ফোন ভূত’ আর ‘ভূত পুলিশ’। শাহরুখ দীর্ঘ বিরতি ভেঙে ‘পাঠান’ ছবির শুটিং করছেন। ‘কিক টু’, ‘ধামাকা’, ‘আদিপুরুষ’ নামে বেশ কয়েকটি ছবি আসছে।

অক্ষয় কুমার

বছরের সব নেতিবাচকতাকে পেছনে ফেলে চেনা রূপে ফিরতে মরিয়া বলিউড। সেই তোড়জোড়ও শুরু হয়ে গেছে। সব মিলিয়ে বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত ব্যক্তিরা একটি শব্দতেই জোর দিচ্ছেন, আর তা হলো ‘আশা’।

শাহরুখ খান, সালমান খান ও আমির খান। আসছে তিন খানেরই নতুন ছবি।