সুশান্ত সিং রাজপুত
সুশান্ত সিং রাজপুত

সুশান্তের ম্যানেজারের আইনজীবীর দাবি

মাদকে হাবুডুবু খাচ্ছিলেন সুশান্ত

সুশান্ত সিং রাজপুতের কেসকে ঘিরে প্রতিনিয়ত নতুন নতুন খবর উঠে আসছে। সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) জোর কদমে এই মৃত্যু রহস্যের তদন্ত করছে। সুশান্তের মৃত্যুর মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে সিবিআই তিন দফায় জেরা করেছে।

এই বলিউড অভিনেত্রী ছাড়া তাঁর ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি আর তাঁর কর্মচারীদের বয়ান নেওয়া হয়েছে। সুশান্তের মৃত্যুর সঙ্গে ‘মাদক’-এর গভীর যোগসূত্র আছে বলে ধারণা করছে সিবিআই। অভিযোগ এসেছে, সুশান্তকে মাদকাসক্ত করানোর পেছনে ছিলেন রিয়া এবং আরও অনেকে।

সুশান্ত সিং রাজপুত

এদিকে নতুন তথ্য দিলেন সুশান্ত এবং রিয়ার সাবেক ম্যানেজার শ্রুতি মোদীর উকিল অশোক সরাওগী। তাঁর দাবি, মাদকের প্রতি আসক্তি ক্রমে বেড়ে যাওয়ার ফলে সুশান্তের ক্যারিয়ার দারুণভাবে প্রভাবিত হচ্ছিল। এমনকি সুশান্তের বোনেরা মাদক নিতেন বলেও অভিযোগ শ্রুতির উকিলের।


সুশান্তের ক্যারিয়ার ক্রমেই নিম্নমুখী হওয়ার পেছনে মাদককে দায়ী করেছেন অশোক সরাওগী। শ্রুতির উকিল এক সাক্ষাৎকারে বলেন, সুশান্ত যে মাদকে আসক্ত ছিলেন তা তাঁর পরিবারের লোকেরা জানতেন। এমনকি যেসব পার্টিতে মাদকের ব্যবস্থা থাকত, সুশান্তের বোনেরা সেই সব পার্টিতে হাজির থাকতেন। সুশান্তের মুম্বাইবাসী বোন নিয়মিত মদ্যপান করতেন— এমনটাও দাবি অশোক সরাওগীর। সব 'ড্রাগ পার্টি'-তে হাজির থাকতেন সেই বোন।

সুশান্ত সিং রাজপুত এখন কেবলই ছবি।

অশোক সরাওগী বলেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের যে স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে সেই গ্রুপে তাঁরাই আছেন, যাঁরা সুশান্তের বাড়িতে থেকে মাদক নিতেন। ওই গ্রুপের সবাই মাদক নিতেন। শ্রুতিকে এঁরা মাদক নেওয়ার কথা বলেছিলেন কিন্তু ও রাজি হননি।

মাদকের প্রতি আসক্তির কারণে অনেক বড় বড় প্রজেক্ট সুশান্তের হাতছাড়া হয়ে যায় বলে শ্রুতির উকিলের দাবি। তিনি আরও বলেছেন, জানুয়ারি মাসে এক কোম্পানি সুশান্তকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে চেয়েছিল। কিন্তু ওই সময় সুশান্ত শহরে ছিলেন না। তাই ওই কোম্পানি বলেছিল যে তারা সুশান্তের পুরোনো ছবি দিয়ে কাজ চালিয়ে নেবে। আর সে জন্য তাঁকে এই কোম্পানি ৫০ শতাংশ টাকা দেবে। তাই সুশান্ত মুম্বাই আসার প্রতিশ্রুতি দেয়। কিন্তু মুম্বাই আসার পর সুশান্তের অবস্থা দেখে ওই কোম্পানি তাদের প্রস্তাব ফিরিয়ে নেয়। সেই সময়ে সুশান্তের শারীরিক অবস্থা ঠিক ছিল না।

সুশান্ত সিং রাজপুত

সুশান্ত খরচের বহর দেখে রীতিমতো চিন্তায় থাকতেন এই খবরও প্রকাশ্যে এসেছে। শ্রুতির উকিলের বক্তব্য যে এই অহেতুক খরচ কমানোর জন্য সুশান্ত একটা বৈঠকের আয়োজন করেছিলেন। এই বলিউড তারকা আর্থিক বিষয়ে নিজেকে অসুরক্ষিত বলে মনে করতেন। অশোক সরাওগী বলেন, রাজপুত পরিবার চাইত সুশান্ত মুম্বাই ছেড়ে, বলিউডের রঙিন জীবনের ব্যস্ততা আর হাতছানি ছেড়ে তাদের কাছে ফিরে আসুক। সুশান্তের পরিবার এক রেস্তোরাঁ খুলতে চেয়েছিল বলেও যোগ করেন তিনি।