বোন ইসাবেলা কাইফের সঙ্গে লকডাউনে মুম্বাইয়ে আছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ঘরে বসে নানা কাজ করছেন। রান্নাবান্না করা, ঘর ঝাঁট দেওয়া, কত কী। সেসবের ভিডিও দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
শুধু তাই নয়, শারীরিক সৌন্দর্য ঠিক রাখতেও বাসায় বসেই শরীরচর্চা চলছে হরদম। এক দিনও মিস নয়। ওদিকে নিজের কসমেটিকস প্রতিষ্ঠান নিয়েও চলছে লাইভ। তবে একটা বিষয়কে খুব মিস করছেন ক্যাট। অনেক দিন হলো শুটিং সেটে যেতে পারছেন না এই অভিনেত্রী। শুটিং সেটে যাওয়ার জন্য মনটা বড্ড উতলা ক্যাটরিনা কাইফের।
এইচটি ক্যাফের সঙ্গে আড্ডায় ক্যাটরিনা কাইফ বলেন, 'অনেক দিন হলো শুটিং খুব মিস করছি। মাঝেমধ্যে আমি উদ্বিগ্ন হয়ে যাই সামনে কী আসছে, তা নিয়ে। কিন্তু আমি এটাও বুঝি, এই সময় বিশ্বে কী ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে এবং এই মাহামারির সঙ্গে লড়াই করাই কত গুরুত্বপূর্ণ।'
কীভাবে ঘরে বসে সময় কাটাচ্ছেন তিনি? এমন প্রশ্নে ক্যাটরিনা কাইফ বলেন, 'আমি ব্যাপক এক পরিবর্তন দেখছি। আমি এখন ঘরের কাজে ব্যস্ত থাকি। শরীরচর্চা করি। কিছু একটা দেখি। আমি প্রচুর পড়তে ভালোবাসি। আমি পড়ি। আমার কসমেটিকসের কাজ চলছে। সেখানে আমার কর্মীদের সঙ্গে সময় দিই। পাশাপাশি আমি সিনেমার পাণ্ডুলিপি পড়ছি। এভাবে নিজেকে ব্যস্ত রাখছি।'