বলিউডে ‘ভূত’ বললেই রামগোপাল ভার্মার কথা মনে পড়ে যায়। কারণ বলিউডে প্রথম ভূত নামিয়েছিলেন তিনিই। তবে বলিউডে নতুন ‘ভূত’ নামাতে যাচ্ছেন করণ জোহর। কে জানে করণের এই নতুন ভূত রামগোপালের ভূতের চেয়ে কতটা ভয়ংকর!
গতকাল সোমবার মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে মুক্তি পেল করণ জোহর প্রযোজিত ভূত পার্ট ওয়ান: দ্য হন্টেড শিপ ছবির ট্রেলার। করণের এই ভূত সবার হাড় ঠান্ডা করাতে বাধ্য। তিনি বলেন, ‘রামু (রামগোপাল ভার্মা) আমাকে ভূত নামটি দেবেন কি না, এ নিয়ে সংশয় ছিল। আমরা এ নিয়ে অনেক আলোচনাও করেছিলাম। অবাক কাণ্ড হচ্ছে, ফোন করতেই তিনি রাজি হয়ে যান। আগেও বেশ কজন নির্মাতার কাছ থেকে তাঁদের ছবির নাম নিতে চেয়েছিলাম, কেউ রাজি হননি।’
করণ নিজে কি ভূতের ভয় পান? তিনি বলেন, ‘আমি চোখে হাত দিয়ে ভূতের ছবি দেখি। ভূতে আমার প্রচুর ভয়। কুছ কুছ হোতা হ্যায় ছবির শুটিংয়ে স্কটল্যান্ডে গিয়েছিলাম, সঙ্গে ছিলেন ফারাহ খান। রাতে হোটেলে হঠাৎ ফারাহ আমার ঘরের দরজা ঠক ঠক করলেন। দরজা খুলতেই ফারাহ চোখে-মুখে ভয় নিয়ে বলছিলেন, তাঁর ঘরে নাকি ভূত আছে। তাঁর ওপর ভূত নাকি চেপে বসছে। সে রাতে তিনি আমার ঘরেই ঘুমিয়েছিলেন। আমিও সারা রাত ঘুমাতে পারিনি।’
উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবির এক বছর পর আবার পর্দায় আসছেন ভিকি কৌশল। তিনি বলেন, ‘এ ছবির চিত্রনাট্য আমার খুব পছন্দ হয়েছে। করণের সঙ্গে এটা আমার তৃতীয় ছবি। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত।’ কথায় কথায় তিনি বলেন, ‘আমি, করণসহ মঞ্চে উপস্থিত সবাই ভূতকে দারুণ ভয় পাই। শুধু ছবির পরিচালক ভানু প্রতাপ সিং ভয় পান না। আমি কল্পনাও করতে পারিনি যে, ভৌতিক ছবিতে অভিনয় করব। চিত্রনাট্য শুনেই ভয়ে কাঠ হয়ে গিয়েছিলাম। তখনই সিদ্ধান্ত নিই যে, ছবিটা করতে হবে।’
ভূত ছবিটি পরিচালনা করে বলিউডে অভিষিক্ত হলেন ভানু প্রতাপ সিং। এ ছাড়া আশুতোষ রানাকেও দেখা যাবে ছবিটিতে। ভূমি পেড়নেকরকে দেখা যাবে ছবির একটি বিশেষ ভূমিকায়। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ২১ ফেব্রুয়ারি।