ভারতের ন্যাশনাল ক্রাশ হিসেবে পরিচিতি, আজ জন্মদিন তাঁর
অভিনেত্রী রাশমিকা মন্দানার জন্মদিন আজ। কর্ণাটকে বেড়ে ওঠা এই অভিনেত্রী ধীরে ধীরে সারা ভারতের ন্যাশনাল ক্রাশ হিসেবে পরিচিতি পান। সর্বশেষ তাঁর অভিনয়ের চমক ছিল ‘পুষ্পা’ সিনেমাতে। জন্মদিনে জেনে নেওয়া যাক রাশমিকাকে নিয়ে টুকিটাকি।
বিনোদন ডেস্ক
২০১৪ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস’ চ্যাম্পিয়ন হন রাশমিকা মন্দানা। কর্ণাটকের কুর্গ থেকে তিনি প্রথম এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।
বিজ্ঞাপন
রাশমিকার জন্ম ও বেড়ে ওঠা কোডাগুতে। সেখানেই সারেন প্রাথমিক শিক্ষা।
বিজ্ঞাপন
ক্লিন অ্যান্ড ক্লিয়ারের বিজ্ঞাপনে একজন চলচ্চিত্র পরিচালকের নজরে পড়েন রাশমিকা। সেখান থেকেই চলচ্চিত্রে যাত্রা শুরু।রাশমিকা মন্দানা ২০১৮ সালে ‘কন্নড়’ ছবি চমক দিয়ে প্রথম ফিল্ম ফেয়ার মনোনয়ন পান। এ পর্যন্ত আইফা উৎসভাম, সাইমাসহ নানা পুরস্কার পেয়েছেন এ অভিনেত্রী।‘কৃক পার্টি’ ছবি দিয়ে ২০১৬ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু রাশমিকা মন্দানার। একে একে করেন জনপ্রিয় সব ছবি। সর্বশেষ ‘পুষ্পা’ দিয়ে মাতিয়েছেন দর্শকদের।কুর্গ পাবলিক স্কুলে তাঁর মাধ্যমিক এবং স্নাতক সম্পন্ন করেন মনোবিজ্ঞান, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্যে রামাইয়া কলেজ অব আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স থেকে। ২০১৮ সালে ‘চালো’ দিয়ে তাঁর তেলেগু অভিষেক হয়। ছবিটি সুপার ডুপার হিট হয় বক্স অফিসে। তারপরে একই বছরে ‘গিতা গোবিন্দম’ ছবিতে অভিনয় করেন। ছবিটি তেলেগু ছবির ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে।তাঁর নিজের শহরে ‘কৃক পার্টি’ ছবির সহশিল্পী রক্ষিত শেঠির সঙ্গে বাগদান হয় রাশমিকার। পরে বাগদান ভেঙে যায় তাঁদের।পানিদূষণ নিয়ে ব্যাঙ্গলুরুতে একটি ফটোশুট ভাইরাল হয়েছিল রাশমিকা মন্দানার। এ ক্যাম্পেইন তিনি পারিশ্রমিক ছাড়াই করে দিয়েছিলেন।গোলাপি রং পছন্দ করা রাশমিকা ঘুরতে ভালোবাসেন। তাঁর পছন্দের জায়গা লন্ডন।