ব্যাটল ফর বেঙ্গলের কী খবর?

আদিল হোসেন
আদিল হোসেন

গত বছরই শোনা গিয়েছিল, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রেক্ষাপটে ছবি করছেন দিল্লি ক্রাইমখ্যাত পরিচালক রিচি মেহতা। ব্যাটল ফর বেঙ্গল নামের এই ছবিটির চরিত্র নির্বাচনের কাজও এগিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের জন্য শোনা গিয়েছিল বলিউড অভিনেতা আদিল হোসেনের নাম।

বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে মুক্তিযোদ্ধাদের ভূমিকা অপরিসীম। তাঁদের অসমসাহস, অদম্য মনোবল আর অগাধ দেশপ্রেমকে ব্যাটল ফর বেঙ্গল ছবির মাধ্যমে তুলে ধরা হবে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্যাটল ফর বেঙ্গল ছবিটি মুক্তি করার কথা ভেবেছিলেন পরিচালক রিচি মেহেতা। আর তাই শুটিংস্থল নির্বাচনের জন্য গত বছর ১০ মার্চ চিত্রগ্রাহক আমির মোকরি, আর অ্যাকশন নির্দেশক শ্যাম কৌশলকে নিয়ে চট্টগ্রামে গিয়েছিলেন রিচি। সর্বশেষ অবস্থা জানার জন্য শ্যাম কৌশলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি।

২০০২ সালে ৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্য ছবি অনামিকা দিয়ে কানাডিয়ান পরিচালক রিচি মেহতার আত্মপ্রকাশ

এই খ্যাতনামা অ্যাকশন নির্দেশক বলেন, ‘গত বছর চিটাগাংয়ে গিয়েছিলাম রেকি করার জন্য, তা ঠিক কথা। এরপর আর কিছু এগোয়নি। করোনার কারণে সবকিছু ধামাচাপা পড়ে গেছে।’ ছবির কাজ আবার কবে শুরু হবে, জানতে চাইলে শ্যাম কৌশল বলেন, ‘দেখুন, আমি এ ব্যাপারে এর থেকে বেশি কিছু বলতে পারব না। ছবি যখন নির্মাণাধীন থাকে, তখন এ ব্যাপারে আমরা কিছু বলতে পারি না। যা বলার প্রযোজনা সংস্থা থেকে বলবে। আমরা এ ব্যাপারে আইনত চুক্তিবদ্ধ।’

শ্যাম কৌশল

খবর ছিল, বঙ্গবন্ধুর চরিত্রের জন্য ইংলিশ ভিংলিশখ্যাত অভিনেতা আদিল হোসেনের কথা ভাবছেন নির্মাতারা। এ ব্যাপারে প্রথম আলোর প্রতিনিধি আদিলের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি বলেন, ‘এ ব্যাপারে অনেক দিন আগে কথাবার্তা হয়েছিল। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। করোনা এসে যাওয়ায় সবকিছু আপাতত বন্ধ। আমি এখন ছবির বিষয়ে কথা বলতে পারব না। তবে এটুকু বলতে পারি আমাদের যোগাযোগ আছে।’

বঙ্গবন্ধুর চরিত্রের জন্য ইংলিশ ভিংলিশখ্যাত অভিনেতা আদিল হোসেনের কথা ভাবছেন নির্মাতারা

বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে আদিল বলেন, ‘আমি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করতে অত্যন্ত উৎসাহী। আমি নিশ্চয় করতে চাইব। কিন্তু এখনো সবকিছু প্রাথমিক স্তরে আছে। এ ব্যাপারে এখন কিছুই বলা সম্ভব নয়।’ এক পোর্টাল অনুযায়ী ছবিটি প্রযোজনা করতে চলেছে লস অ্যাঞ্জেলেসের এক প্রযোজনা সংস্থা।

২০০২ সালে ৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্য ছবি অনামিকা দিয়ে কানাডিয়ান পরিচালক রিচি মেহতার আত্মপ্রকাশ। ২০০৭ সালে নির্মিত পূর্ণদৈর্ঘ্য ছবি অমল তাঁকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেয়। ছবিটিতে অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ ও সীমা বিশ্বাস। ২০১২ সালে দিল্লির নৃশংস গণধর্ষণের ঘটনার ওপর নির্মিত তাঁর সিরিজ দিল্লি ক্রাইম নেটফ্লিক্সে মুক্তি পায়। আন্তর্জাতিক এমি পুরস্কারে সেরা ড্রামা সিরিজের পুরস্কার পায় দিল্লি ক্রাইম।