রিয়া চক্রবর্তী
রিয়া চক্রবর্তী

সুশান্তের অপমৃত্যু

ব্যক্তিগত জীবন তছনছ, উল্টো রিয়ার অভিযোগ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের জীবন ক্রমে দুর্বিষহ হয়ে উঠছে। পুলিশি জেরা, ইডির প্রশ্নবাণ, সিবিআইয়ের ম্যারাথন জেরা, সুশান্তের পরিবারের একাধিক অভিযোগ—সব মিলিয়ে খেই হারিয়ে ফেলেছেন সুশান্তের প্রেমিকা। তার ওপর রিয়া ও তাঁর পরিবারের পেছনে আদাজল খেয়ে লেগেছে গণমাধ্যম। তাঁকে এবং তাঁর পরিবারকে ‘টুয়েন্টি ফোর-সেভেন’ ক্যামেরা ধাওয়া করছে। আর এ সবকিছুতে অত্যন্ত বিরক্ত রিয়া। তাই গত শুক্রবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন এই বলিউড অভিনেত্রী।

তাঁকে এবং তাঁর পরিবারকে ‘টুয়েন্টি ফোর-সেভেন’ ক্যামেরা ধাওয়া করছে। আর এ সবকিছুতে অত্যন্ত বিরক্ত রিয়া

শুক্রবার রিয়া চক্রবর্তীকে প্রায় সাড়ে ১০ ঘণ্টা জেরা করে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন)। রিয়া বেলা ১১টা নাগাদ ভারতীয় গোয়েন্দা সংস্থার অফিসে পৌঁছেছিলেন। অনেক রাতে তিনি সেখান থেকে বের হন। সেখান থেকে বের হয়ে রিয়া নিজের বাসায় যাননি। তিনি সোজা চলে যান সান্তাক্রুজ পুলিশ স্টেশনে। থানায় গিয়ে রিয়া অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, রিয়া পাপারাজ্জিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। রিয়া তাঁর বাসায় এবং ব্যক্তিগত জীবনে ‘অনধিকার প্রবেশে’র অভিযোগ করেছেন। বলেছেন, গণমাধ্যমকর্মীরা রিয়ার ব্যক্তিগত ও পারিবারিক জীবন তছনছ করছেন। এই বলিউড অভিনেত্রীর অভিযোগ, গণমাধ্যম তাঁর পরিবারকে ক্রমাগত বিরক্ত করছে। রিয়া বলেছেন, তাঁর মা সন্ধ্যা চক্রবর্তীর ওপর ভীষণভাবে এ সবকিছুর প্রভাব পড়ছে। আর রিয়ার মা অত্যন্ত উদ্বিগ্ন। সান্তাক্রুজ পুলিশ স্টেশনে লিখিত অভিযোগের পর রিয়া ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে পুলিশের তিনটি গাড়ি বাসায় পৌঁছে দেয়।

সিবিআই তদন্তের অষ্টম দিনে এসপি নূপুর প্রসাদ ও অনিল যাদব রিয়াকে এমন সব প্রশ্ন করেন যে তাঁর জবাব দিতে রীতিমতো ঘাম ছুটে যায় এই বলিউড নায়িকার

সিবিআই তদন্তের অষ্টম দিনে এসপি নূপুর প্রসাদ ও অনিল যাদব রিয়াকে এমন সব প্রশ্ন করেন যে তাঁর জবাব দিতে রীতিমতো ঘাম ছুটে যায় এই বলিউড নায়িকার। সিবিআইয়ের অন্য দল শৌভিককে আলাদাভাবে জেরা করে।

প্রসঙ্গত, সুশান্তের অপমৃত্যুর পর জিজ্ঞাসাবাদে রিয়া পুলিশকে জানিয়েছিলেন, সুশান্তের সঙ্গে তাঁর দেখা হয়েছিল ২০১৩ সালে। তখন সুশান্ত ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবিটি করছিলেন। আর রিয়া ‘আপনে ড্যাড কি মারুতি’ ছবিতে কাজ করছিলেন। তাঁদের দুজনের ছবির সেট পাশাপাশি ছিল। এরপর একাধিক পার্টিতে তাঁদের দেখা হয়েছে। একে অপরকে মোবাইল নম্বর দিয়েছিলেন। রিয়া পুলিশকে আরও জানিয়েছেন যে ওই সময় সুশান্ত একটা সম্পর্কে ছিলেন। তা সত্ত্বেও তাঁরা যোগাযোগ রাখতেন।

সুশান্তের অপমৃত্যুর পর জিজ্ঞাসাবাদে রিয়া পুলিশকে জানিয়েছিলেন, সুশান্তের সঙ্গে তাঁর দেখা হয়েছিল ২০১৩ সালে