প্রথম আলোর মুখোমুখি হর্ষবর্ধন কাপুর

বোনজামাইয়ের কাছ থেকে কী উপহার পেয়েছেন হর্ষবর্ধন?

হর্ষবর্ধন কাপুর
হর্ষবর্ধন কাপুর

বলিউডের নায়িকাদের মধ্যে এ মুহূর্তে ইঁদুরদৌড়ে এগিয়ে আছেন দীপিকা পাড়ুকোন। তা-ই নয়, বলিউডের নায়িকাদের মধ্যে এখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন তিনি। এদিকে দীপিকাকে সবদিক থেকে টক্কর দিচ্ছেন আলিয়া ভাট। এখন আলিয়ার সঙ্গে কাজ করতে উৎসাহী হচ্ছেন অনেক তরুণ নায়ক। অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধনের মুখেও শোনা যাচ্ছে আলিয়ার নাম।

বলিউডে হর্ষবর্ধন কাপুরের অভিষেক হয় ‘মির্জা’ ছবি দিয়ে। এরপর আগামী ১ জুন মুক্তি পাচ্ছে তাঁর দ্বিতীয় ছবি ‘ভাবেশ যোশি সুপারহিরো’। ছবির প্রচারণা নিয়ে তিনি দারুণ ব্যস্ত। তার ফাঁকে মুম্বাইয়ের আন্ধেরির এক বাংলোতে প্রথম আলোর মুখোমুখি হন তিনি।

‘ভাবেশ যোশি সুপারহিরো’ ছবির দৃশ্য

বলিউডের কোন নায়িকার সঙ্গে আপনি আগামী দিনে ছবি করতে আগ্রহী? হর্ষবর্ধন বলেন, ‘আলিয়া ভাট। নিমরত কৌর দুর্দান্ত অভিনেত্রী। গীতাঞ্জলি থাপাও খুব ভালো।’ আর দীপিকা পাড়ুকোন? হর্ষবর্ধন বললেন, ‘না না। দীপিকা বড় তারকা। কিন্তু আমি ভালো অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চাই। আমি চাই আমার সহশিল্পী এমন হবেন, যার মাধ্যমে আমি নিজেকে আরও উন্নত করতে পারব। আরও ভালো অভিনেতা হওয়ার জন্য তাঁরা আমাকে সহায়তা করবেন। আমি খুব ভাগ্যবান, নতুন ছবিতে দুর্দান্ত সব সহ-অভিনেতা পেয়েছি। প্রিয়াংশু, আশীষ ভর্মা, নিশিকান্ত কামাতের মতো প্রশিক্ষণপ্রাপ্ত অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। তাঁরা সব এনএসডি (ন্যাশনাল স্কুল অব ড্রামা) থেকে পাস করেছেন।’

মায়ের সাহচর্যে বড় হয়েছেন হর্ষবর্ধন। আর তাঁর সব সময়ের সঙ্গী ছিলেন দুই বোন—সোনম ও রিয়া। বলা যায়, মহিলামহলে তাঁর বড় হওয়া। ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের তিনি। বোনেরা তাঁর খুব প্রিয়। তাই হর্ষবর্ধন তাঁর পিঠে দুই বোনের নামে ট্যাটু এঁকেছেন।

বাবা অনিল কাপুরের সঙ্গে হর্ষবর্ধন কাপুর

কাপুর পরিবারের আপনার সবচেয়ে কাছের মানুষটি কে? হর্ষবর্ধন বলেন, ‘বাবা। বাবাকে আমার সব গোপন কথা বলি। তবে বাবাকে কাছে পেতাম না। তিনি শুটিং নিয়ে সব সময় ব্যস্ত থাকতেন।’

বাবার অভিনীত কোন ছবিতে আপনি অভিনয় করতে চান? হর্ষবর্ধন বলেন, ‘বাবার অভিনীত সব ছবির মধ্যে “পারিন্দা” আমার দারুণ লাগে। বিশেষ করে নানা পাটেকরের দুর্দান্ত অভিনয়। “পারিন্দা” আমার প্রিয় ছবিগুলোর মধ্যে একটি। জ্যাকি শ্রফের কাজও দারুণ ছিল। আমার মনে হয়, এই ছবিতে তাঁরা তাঁদের সেরা অভিনয় করেছেন।’

হর্ষবর্ধন কাপুর

সাক্ষাৎকারে হর্ষবর্ধন তাঁর শখের প্রসঙ্গে জানান, তিনি নানা ধরনের জুতা পরতে পছন্দ করেন। তাঁর বোনের জামাই আনন্দ আহুজার খুব জুতার শখ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মতো আনন্দেরও জুতার ভীষণ শখ। আমাকে আনন্দ জুতা উপহার দিয়েছেন। কেনাকাটা করতে গিয়ে আমরা দুজনে নানা ধরনের জুতা কিনতে থাকি।’

আপনার সম্ভারে কত জোড়া জুতা আছে? হর্ষবর্ধন বলেন, ‘জানি না। কখনো গুনে দেখিনি। তবে অসংখ্য জুতার সংগ্রহ আছে আমার। এখন জুতা রাখার জায়গা নেই। এই যে জুতাটা পরেছি, এটা অংশুলা (অর্জুন কাপুরের বোন) আমাকে দিয়েছে।’

জুতা ছাড়া জামাকাপড়ের শখ আছে হর্ষবর্ধনের। আর এ ব্যাপারে খুব খুঁতখুঁতে তিনি। এ ছাড়া বিভিন্ন ছবির ডিভিডি সংগ্রহ করেন। তাঁর সংগ্রহশালায় পাঁচ হাজার ছবি আছে। পুরোনো দিনের রেকর্ড প্লেয়ার কেনার শখ আছে তাঁর।

বোন সোনম কাপুরের সঙ্গে হর্ষবর্ধন কাপুর

‘ভাবেশ যোশি সুপারহিরো’ ছবির সঙ্গে একই দিনে মুক্তি পাচ্ছে সোনম কাপুর আর কারিনা কাপুর অভিনীত ‘ভিরে দি ওয়েডিং’। বোনের সঙ্গে এই সংঘাত এড়ানো গেল না? জবাবে হর্ষবর্ধন বলেন, ‘উপায় ছিল না। এরপর “রেস থ্রি”, “সঞ্জু”সহ একের পর এক বড় বাজেটের ছবি আসছে। আমার মনে হয়, ছবির মুক্তির জন্য এই দিনটাই সঠিক। আর আমি অভিনেতা মাত্র। এসব সিদ্ধান্ত প্রযোজক নেন। তাঁরাই ছবির পেছনে টাকা ঢালেন। আমার কথা তাঁরা কেন শুনবেন?’

বিক্রমাদিত্য মাতওয়ানি পরিচালিত ‘ভাবেশ যোশি সুপারহিরো’ ছবিতে একজন সাধারণ যুবক হর্ষবর্ধন কাপুর। সমাজে ঘটে যাওয়া নানা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন। এই ছবির মধ্য দিয়ে সবার কাছে একটি বার্তা দিয়েছেন হর্ষবর্ধন। তাঁর মতে, একজন সাধারণ মানুষ ভালো কাজ করেও সুপারহিরো হতে পারেন।