বৃদ্ধ দম্পতির দাবি ধানুশ তাঁদের সন্তান, সমন পাঠানো হলো ধানুশকে

ধানুশ
ছবি : ইনস্টাগ্রাম

ঝামেলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না দক্ষিণী সুপারস্টার ধানুশের। কিছু মাস আগে স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের কারণে খবরের শিরোনামে ছিলেন তিনি। এবার ছয় বছর আগের একটি আইনি মামলায় আবার জড়ালেন ধানুশ। তাই মাদ্রাজ কোর্ট এই দক্ষিণী তারকাকে সমন পাঠিয়েছেন।

ধানুশের জীবনের এই কাহিনি রুপালি পর্দার কোনো কাহিনির থেকে কম নয়। ২০১৬ সালে মাদুরাইয়ের এক বৃদ্ধ দম্পতি ক্যাথিরেসন আর মীনাক্ষী দাবি করেছিলেন যে দক্ষিণী সুপারস্টার ধানুশ তাঁদের তৃতীয় সন্তান। তাঁরাই এই দক্ষিণী তারকার আসল জন্মদাতা। এই বয়স্কা দম্পতি তামিলনাড়ুর মাদুরাই জেলার মেলুরের ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন। তবে ধানুশ তাঁদের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছিলেন। তিনি তামিল চিত্রপরিচালক কস্তুরী রাজা আর বিজয়লক্ষ্মীকে তাঁর মা–বাবা হিসেবে পরিচয় দিয়েছিলেন। আর তার প্রমাণ হিসেবে তাঁরা জন্মের প্রশংসাপত্র আদালতে জমা করেছিলেন। ধানুশ মাদুরাইয়ের এই দম্পতির সন্তান কি না, তার জন্য আদালতের নির্দেশে ‘প্যাটারনিটি টেস্ট’ করিয়েছিলেন। সেই পরীক্ষার প্রতিবেদনে নির্দিষ্ট কিছু আসেনি।

ধানুশ

কিন্তু ক্যাথিরেসন আর মীনাক্ষীর দাবি যে ধানুশের এই প্যাটারনিটিসহ অন্য সব প্রতিবেদন ভুয়া। ধানুশ নিজের প্রভাব খাটিয়ে ভুয়া মেডিকেল প্রতিবেদন জমা দিয়েছেন বলে বৃদ্ধা দম্পতির অভিযোগ। ২০২০ সালে মেলুরের ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের অভিযোগ খারিজ করেছিলেন। আর তাই ধানুশ এই মামলা জিতে গিয়েছিলেন। কিন্তু আবার একই মামলায় জড়ালেন এই দক্ষিণী তারকা। মাদুরাইয়ের এই দম্পতি এবার মাদ্রাজ আদালতের দ্বারস্থ হয়েছেন।

ঐশ্বরিয়া ও ধানুশ

ক্যাথিরেসন আর মীনাক্ষীর দাবি, ধানুশ আসলে তাঁদেরই সন্তান। তাঁদের কথা অনুযায়ী, অভিনয় করবে বলে একাদশ শ্রেণিতে বাড়ি থেকে পালিয়ে চেন্নাইতে গিয়েছিলেন ধানুশ। ছোট থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। আর তার পর থেকে ধানুশের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছিলেন মাদুরাই দম্পতি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁরা তাঁদের সন্তানকে খুঁজে পাননি।

ধানুশ

অবশেষে রুপালি পর্দায় এই বৃদ্ধা দম্পতি তাঁদের হারানো সন্তান ধানুশকে খুঁজে পান। এরপর ধানুশের বাসায় গিয়ে তাঁরা তাঁদের হারানো সন্তানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু ধানুষ এই বৃদ্ধ দম্পতির সঙ্গে দেখা করতে অস্বীকার করেন। তাই শেষ পর্যন্ত আদালতের দরজায় কড়া নেড়েছেন ক্যাথিরেসন আর মীনাক্ষী। এই দম্পতি জানিয়েছেন, তাঁরা প্রবল আর্থিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। তাই ধানুশের থেকে ৬৫ হাজার রুপি দাবি করেছেন তাঁরা।