করোনার কারণে অনেকগুলো বিয়ে আটকে ছিল। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই একের পর এক বিয়ে হচ্ছে বলিউডে। সম্প্রতি হয়ে গেল ফারহান আখতার ও শিবানী দন্ডেকারের বিয়ে। কাছাকাছি সময়ের আরেক জুটি বিক্রান্ত মাসেই ও শীতল ঠাকুরও বিয়ের পিঁড়িতে বসলেন। বিয়ে হয়ে গেলেও তার রেশ এখনো চলছে। যার প্রমাণ মেলে সামাজিক যোগাযোগমাধ্যমে।