বিয়ের রেশ কাটেনি এখনো

করোনার কারণে অনেকগুলো বিয়ে আটকে ছিল। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই একের পর এক বিয়ে হচ্ছে বলিউডে। সম্প্রতি হয়ে গেল ফারহান আখতার ও শিবানী দন্ডেকারের বিয়ে। কাছাকাছি সময়ের আরেক জুটি বিক্রান্ত মাসেই ও শীতল ঠাকুরও বিয়ের পিঁড়িতে বসলেন। বিয়ে হয়ে গেলেও তার রেশ এখনো চলছে। যার প্রমাণ মেলে সামাজিক যোগাযোগমাধ্যমে।

১৮ ফেব্রুয়ারি শুক্রবার একেবারেই ব্যক্তিগত পরিসরে বিয়ে সারেন বিক্রান্ত মাসেই ও শীতল ঠাকুর
ইনস্টাগ্রাম
বিয়ে নিয়ে তাঁরা দুজনেই কোনো রা করেননি। তবে বিয়ের পরদিন শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী–স্ত্রী হিসেবে ছবি দিয়ে নিজেদের নতুন পরিচয় প্রকাশ করেন
ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সাত বছরের এই সফর সাত জনমের সফরে পরিণত হলো। সবাইকে আমাদের এই সফরে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা
একতা কাপুরের ওয়েব সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’–এ একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। তখন তাঁরা স্বামী–স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন
২০১৯ সালে বিক্রান্ত ও শীতল বাগদান সারেন পরিবারের সদস্যদের উপস্থিতিতে
২০২০ সালে বিয়ের কথা থাকলেও করোনার কারণে সাত পাকে বাঁধা পড়েননি তাঁরা
বিয়ের রেশ এখনো কাটেনি। শীতল ঠাকুরের ইনস্টাগ্রামে বিয়ের নানা অনুষ্ঠানের ছবি একের পর এক আসছেই
বিয়ের পর শীতল নাম পাল্টে রেখেছেন শীতল বিক্রান্ত মাসেই
ছবিতে শীতলকে দেখা গেছে ঐতিহ্যবাহী হিমাচলী বধূর বেশে
ইনস্টাগ্রামে ছবি দেখে হিমাচলের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। ইয়ামি গৌতম তাঁদের অন্যতম