বিয়ের পর এবার গায়েহলুদের ছবি

গত বৃহস্পতিবার চার হাত এক হয়েছে বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। তারপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে শুভেচ্ছা বার্তার সমাগম। বলিউড তারকা থেকে সাধারণ মানুষ আন্তরিকতা দিয়েই নবদম্পতিকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। বিয়ের রাতে কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। আজ শনিবার শেয়ার করলেন গায়েহলুদের কিছু ছবি। দেখে নিই, নতুন সেসব ছবি, সঙ্গে থাকল বিয়ের ছবিগুলো।

হলুদে মাখামাখি ভিক্যাট।
হলুদে মাখামাখি ভিক্যাট।
ক্যাটরিনাকে হলুদ লাগিয়ে দিচ্ছেন এক আত্মীয়।
হলুদবরণ শেষে মেহেদি লেগেছে ক্যাটরিনার দুহাতে। হাস্যোজ্জ্বল ক্যাটরিনা।
হলুদবরণ শেষে গোসল করাচ্ছেন বন্ধুরা।
ইনস্টাগ্রামে এসব ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, কৃতজ্ঞতা। ধৈর্য। আনন্দ।
ভিকিকে হলুদ লাগিয়ে দিচ্ছেন এক আত্মীয়।
লাল রঙের পোশাকে বধূ ক্যাটরিনা কাইফ। সাদা শেরওয়ানিতে বর ভিকি কৌশল।
মালা বদল করছেন দুই তারকা।
বিয়ের পর হাস্যোজ্জ্বল দুই তারকা।
রাজস্থানের বারওয়ারা ফোর্টে সাতপাকে বাঁধা পড়লেন তাঁরা