১২ থেকে ১৪ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন ভারতের টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন। এর আগে হয়ে গেল বিয়ে–পূর্ববর্তী অনুষ্ঠান। অঙ্কিতা ও ভিকি দুজনের ইনস্টাগ্রামেই পাওয়া গেল তাঁদের বিয়ে–পূর্ববর্তী আয়োজনের ছবি।
বিনোদন প্রতিবেদক
মঙ্গলবার সকালে অঙ্কিতা ও ভিকিকে মুম্বাইয়ের রাস্তায় দেখা গিয়েছিল। সেখানে তাঁরা বিয়ের কার্ড বিতরণ করছিলেন কাছের বন্ধুদের কাছে
বিজ্ঞাপন
ভিকি–অঙ্কিতা দুজনেরই মাথায় ‘মুন্ডাভালিয়া’। বিয়েতে মারাঠি বর ও কনে এই মালা পরে থাকেন
বিজ্ঞাপন
এর আগে নভেম্বরে ব্যাচেলর পার্টির আয়োজন করেছিলেন অঙ্কিতাভিকির মাথায় মুন্ডাভালিয়া বেঁধে দিচ্ছেন কেউঅনলাইনে বিয়ের আগের এই ফটোসেশন নিয়ে জোর আলোচনা চলছেপরিবারের সদস্যদের সঙ্গে অঙ্কিতা ও ভিকিমায়ের সঙ্গে অঙ্কিতা লোখান্ডেপ্রি–ওয়েডিং আসরে সেলফি তোলায় ব্যস্ত অঙ্কিতা লোখান্ডে২০১৮ সাল থেকে প্রেম করছেন এই জুটি