বিয়েতে গাইতে কত নিলেন বিয়ন্সে!

বিয়ন্সে নোয়েলস
বিয়ন্সে নোয়েলস

আম্বানিকন্যার বিয়েতে গাইতে এসেছিলেন গ্র্যামিজয়ী বিয়ন্সে নোয়েলস। গত শনিবার ছিল বিয়ের আগের সংগীত উৎসব। ভারতের রাজস্থানের উদয়পুরের ওবেরয় উদয় বিলাস হোটেলের আয়োজিত এই সংগীত উৎসবে গাইতে কত সম্মানী নিয়েছেন এই মার্কিন গায়িকা?

ভারতের অন্যতম ধনকুবেরের কন্যার বিয়েতে গাইতে সম্মানী হিসেবে বিয়ন্সে নিয়েছেন ২১ থেকে ২৮ কোটি রুপি। কিন্তু এটাই কি এই শিল্পীর স্বাভাবিক সম্মানীর হার? ‘টাইম’ ম্যাগাজিন সূত্রে জানা গেছে, এ বছর কোচেলা উৎসবে গাইতে ৩০ লাখ ডলার নিয়েছিলেন বিয়ন্সে। আয়োজকেরা আগেই জানিয়েছিলেন, বিয়ন্সে সাধারণত ৩০ থেকে ৪০ লাখ ডলার সম্মানী নিয়ে থাকেন। উৎসবের অন্যতম উদ্যোক্তা পল টলেট মার্কিন জনপ্রিয় শিল্পীদের সম্মানী প্রসঙ্গে বলেছেন, বিয়ন্সে আর কেনড্রিক ল্যামারের মতো শিল্পীরা ৩০ থেকে ৪০ লাখ ডলার সম্মানী নেন।

বিয়ন্সে নোয়েলস

বিয়ন্সে মার্কিন সংগীত অঙ্গনের সব থেকে বেশি আয় করা নারী শিল্পী। ২০১৭ সালে নারী শিল্পীদের মধ্যে তাঁর আয় ছিল সর্বাধিক, যা ১০ কোটি ৫০ লাখ ডলারেরও বেশি। সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি তাঁর মেয়ের বিয়েতে ভারতীয় ও আন্তর্জাতিক তারকাদের পেছনেই খরচ করে ফেলেছেন ১০ কোটি ডলার।

এই অনুষ্ঠানে বিয়ন্সে নোয়েলস পরেছেন আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক আর পিংক সিটির গয়না।

বিয়ন্সে নোয়েলস

মার্কিন ম্যাগাজিন ‘বাস্টেল’ জানাচ্ছে, বিয়ন্সেই কিন্তু সব থেকে ব্যয়সাপেক্ষ তারকা নন। জেনিফার লোপেজ এ রকম একটি অনুষ্ঠানের জন্য সম্মানী হিসেবে নিয়ে থাকেন ৫০ লাখ মার্কিন ডলার। এর আগে বিলবোর্ডের এক প্রতিবেদন থেকে জানা গেছে, টেক্সাসের এক শিল্পপতি তাঁর ৬০তম জন্মদিনে ১ ঘণ্টার এক পরিবেশনার জন্য রোলিং স্টোনকে দিয়েছিলেন ৭০ লাখ মার্কিন ডলার। অন্য এক ম্যাগাজিন থেকে জানা গেছে, বিয়ন্সের বর র‍্যাপার জয় জেড একটি অনুষ্ঠানের জন্য ১০ লাখ দাবি করেছিলেন।

ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে হচ্ছে আজ বুধবার। বর শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামল। ভারতের মুম্বাইয়ে আম্বানিদের ২৭ তলা ভবন অ্যাতেলিয়ায় করা হয়েছে বিয়ের আয়োজন। হিন্দুস্তান টাইমস