‘রাজ আংকেল (বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর) সব সময় বলতেন, বিনোদনের মোড়কে সামাজিক বার্তা পৌঁছে দেওয়া খুব সহজ।’ বললেন বলিউডের বরেণ্য অভিনেতা অনিল কাপুর। তিনি এখন ছোট পর্দায় কাজ করছেন। ২৬ পর্বের একটি টিভি সিরিয়াল। কমেডি সিরিজ। নাম ‘নবরঙ্গী রে’। রিশতে টিভি চ্যানেলে আজ শনিবার থেকে শুরু হচ্ছে সিরিয়ালটি। শনিবার ও রোববার রাত ১০টায় (বাংলাদেশ সময়) দেখানো হবে সিরিয়ালটি। ৯ ফেব্রুয়ারি থেকে সিরিয়ালটি দেখা যাবে কালারস গুজরাটি ও কালারস ওড়িয়াতে, শনিবার ও রোববার সন্ধ্যা সাতটায় (বাংলাদেশ সময়)। অনিল কাপুর ২০১৩ সালে আরেকটি টিভি সিরিয়ালে অভিনয় করেছিলেন। ৪৮ পর্বের এই সিরিয়ালের নাম ‘টোয়েন্টি ফোর’। ‘নবরঙ্গী রে’ সিরিয়ালে কাজ করার পর অনিল কাপুর বললেন, ‘আমার মনে হয়, সিরিয়ালটি মানুষের মনে স্বচ্ছতার বীজ বপন করবে।’
অনিল কাপুর ‘নবরঙ্গী রে’ সিরিয়ালের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত অভিযান’ সমর্থন করছেন। এই সিরিয়ালের পরতে পরতে বুনে দেওয়া হয়েছে শৌচাগার নিয়ে সচেতনতার বিভিন্ন বার্তা। এই সিরিয়ালের স্লোগান ‘ফ্লাশ কে বাদ কি কাহানি’। কেন? নির্মাতাদের মতে, শৌচকর্মের তুলনায় শৌচকর্মের পর কী করতে হবে, সেটা জানা আরও বেশি জরুরি। শৌচাগার সবার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এখন সারা দেশে শৌচাগার আর স্বচ্ছতার লড়াই চলছে।
অনিল কাপুর বলেন, ‘স্বচ্ছতার প্রথম ধাপ শুরু করতে হবে নিজের বাড়ি থেকে। এরপর পাড়া এবং মহল্লা। সুস্থ পরিবেশ বজায় রাখতে স্বচ্ছতার কোনো বিকল্প নেই।’
‘নবরঙ্গী রে’ সিরিয়ালের গল্পে উত্তর ভারতের একটি টিভি চ্যানেলের সাংবাদিক বিশ্বাস। চাকরি বাঁচাতে তার চাই ব্রেকিং নিউজ। এদিকে খবরের খোঁজ করতে করতে সে সামনে নিয়ে আসে এলাকার এক চাঞ্চল্যকর ঘটনা। এই সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার তারকা আমির আলী। তাঁর প্রেমিকা চিত্রলেখার চরিত্রে বৈষ্ণবী ধনরাজ। আরও আছেন সুস্মিতা মুখার্জি ও রাজু খের।
আমির আলী বলেন, ‘একঘেয়ে সিরিয়ালে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই বছর দেড়েক বিরতি নিই। সম্প্রতি শাহরুখ খানের “স্বদেশ” আর অক্ষয় কুমারের “টয়লেট এক প্রেম কথা” ছবির বার্তা আমাকে ভাবিয়েছে। যখন এই সিরিয়ালটির প্রস্তাব আসে, তখন মুহূর্তেই রাজি হয়ে যাই। সচেতনতামূলক এই টিভি সিরিয়ালের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’