তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’ দিয়ে ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন শালিনী পান্ডে। আর অভিষেক ছবিতেই বাজিমাত করেছিলেন দক্ষিণি তারকা শালিনী পান্ডে। সে ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার বলিউডে অভিষেক হতে চলেছে শালিনীর। রণবীর সিংয়ের সঙ্গে ‘জয়েশভাই জোরদার’ ছবি দিয়ে বলিউডে নিজের ভাগ্য পরীক্ষা করতে চলেছেন এই নবাগত নায়িকা। আজ শালিনীর মা–বাবা মেয়েকে নিয়ে গর্বিত। কিন্তু একসময় বাড়ি থেকে পালিয়ে ছিলেন এই তরুণ অভিনেত্রী।
গত মঙ্গলবার মুক্তি পেল ‘জয়েশভাই জোরদার’ ছবির ট্রেলার। ছবিটিতে শালিনীকে রণবীরের স্ত্রী মুদ্রা প্যাটেলের চরিত্রে দেখা যাবে। আর জয়েশভাই জোরদার ছবিতে তিনি এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছেন।
যশরাজ ফিল্মসের এ ছবিতে সুযোগ পাওয়া প্রসঙ্গে শালিনী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি আমার জীবনে সব থেকে বাজে অডিশন দিয়েছিলাম। তাই আমি অবাক হয়ে গিয়েছিলাম যে কী করে আমি এই ছবিতে সুযোগ পেলাম। আসলে মনীশ (প্রযোজক) আমার অডিশন না দেখেই এই ছবির জন্য আমাকে নির্বাচন করেছিলেন। জানি না উনি আমার মধ্যে কী দেখেছিলেন।’
রণবীর সিংয়ের প্রসঙ্গে শালিনী বলেছেন, ‘আমি শুরুতে জানতাম না যে জয়েশভাই জোরদার ছবিতে রণবীর সিং আছে। পরে জানতে পারি যে রণবীর আছে, আর তা শুনে আমি আনন্দে লাফিয়ে উঠেছিলাম। প্রথম দেখাতেই রণবীর আমাকে উষ্ণ আলিঙ্গন করেছিল। আর সত্যি বলতে আমি তখন পুরোপুরি “ব্ল্যাংক” হয়ে গিয়েছিলাম। আমার যেন কোনো হুঁশ ছিল না। প্রথম দেখাতেই রণবীর আমাকে আপন করে নিয়েছিল। তার মধ্যে অফুরান প্রাণশক্তি আছে।’
ফিল্মি জগতে আসা শালিনীর জন্য মোটেও সহজ কথা ছিল না। মা–বাবার অমতে তিনি এ জগতে এসেছিলেন।
বাবা চেয়েছিলেন আমি ইঞ্জিনিয়ার হই। ইঞ্জিনিয়ারিং আমি পাস করেছিলাম। কিন্তু আমি চেয়েছিলাম জীবনে রোমাঞ্চকর কিছু করতে। চার বছর ধরে মা–বাবাকে রাজি করানোর অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু ওনারা কিছুতেই রাজি হচ্ছিলেন না। তাই বাধ্য হয়ে একদিন আমি বাড়ি থেকে পালিয়ে যাই।
এ প্রসঙ্গে শালিনী বলেছেন, ‘বাবা চেয়েছিলেন আমি ইঞ্জিনিয়ার হই। ইঞ্জিনিয়ারিং আমি পাস করেছিলাম। কিন্তু আমি চেয়েছিলাম জীবনে রোমাঞ্চকর কিছু করতে। চার বছর ধরে মা–বাবাকে রাজি করানোর অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু ওনারা কিছুতেই রাজি হচ্ছিলেন না। তাই বাধ্য হয়ে একদিন আমি বাড়ি থেকে পালিয়ে যাই। এখন খুব সহজে এই কথাগুলো বলছি। কিন্তু তখন আমার জন্য খুব কঠিন সময় ছিল। তবে মা–বাবা আজ আমার জন্য গর্বিত। যশরাজ ফিল্মসের ছবি দেখে মা–বাবা বড় হয়েছেন। আজ সেই ব্যানারের ছবিতে আমি কাজ করছি। ভাবলেও অবাক লাগছে আমার।’
জয়েশভাই জোরদার ছবির লেখক এবং পরিচালক দিব্যাঙ্গ ঠক্কর। এই ছবিতে রণবীর সিং আর শালিনী পান্ডে ছাড়া বোমান ইরানি আর রত্না পাঠক শাহ মূল চরিত্রে আছেন। জয়েশভাই জোরদার ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
রণবীর সিংয়ের সঙ্গে ‘জয়েশভাই জোরদার’ ছবি দিয়ে বলিউডে নিজের ভাগ্য পরীক্ষা করতে চলেছেন এই নবাগত নায়িকা। আজ শালিনীর মা–বাবা মেয়েকে নিয়ে গর্বিত। কিন্তু একসময় বাড়ি থেকে পালিয়ে ছিলেন এই তরুণ অভিনেত্রী।