বাবা ক্রিকেটের জগতের উজ্জ্বল নক্ষত্র। ‘লিটল মাস্টার’খ্যাত শচীন টেন্ডুলকার। মা অঞ্জলি টেন্ডুলকার চিকিৎসক। সেই সূত্র ধরে মেয়ে সারা টেন্ডুলকারও পড়েছেন চিকিৎসাবিদ্যায়। কিন্তু মুম্বাইয়ের ঝলমলে জগতের হাতছানি থেকে কে বাঁচতে পারে! শচীনকন্যা সারাও পা বাড়িয়েছেন মডেলিংয়ে। হয়তো বলিউডের রুপালি পর্দায় অভিষেক হতেও খুব বেশি সময় লাগবে না।