বাবা বিখ্যাত ক্রিকেটার, বিনোদনজগতে কে এই তরুণী

বাবা ক্রিকেটের জগতের উজ্জ্বল নক্ষত্র। ‘লিটল মাস্টার’খ্যাত শচীন টেন্ডুলকার। মা অঞ্জলি টেন্ডুলকার চিকিৎসক। সেই সূত্র ধরে মেয়ে সারা টেন্ডুলকারও পড়েছেন চিকিৎসাবিদ্যায়। কিন্তু মুম্বাইয়ের ঝলমলে জগতের হাতছানি থেকে কে বাঁচতে পারে! শচীনকন্যা সারাও পা বাড়িয়েছেন মডেলিংয়ে। হয়তো বলিউডের রুপালি পর্দায় অভিষেক হতেও খুব বেশি সময় লাগবে না।

শুধু বিখ্যাত পরিবারের সন্তান হিসেবেই নন, নিজের রূপ দিয়েও মুগ্ধ করেছেন নেটিজেনদের। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী দেড় মিলিয়নের ওপরে
ইনস্টাগ্রাম
মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুর মতো। ইনস্টাগ্রামে তা দেখা গেছে বহুবার
যদিও ক্রিকেটের কারণে খুব একটা বাবার সান্নিধ্য পাননি। তবু বাবা তাঁর কাছে অসম্ভব প্রিয় মানুষ
১৯৯৭ সালে সাহারা কাপ জিতেছিলেন শচীন টেন্ডুলকার। তখন তিনি ছিলেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। কাপ জেতার পর তাঁর মেয়ের নাম রাখেন সারা
গুজব আছে, ক্রিকেটার শুবমান গিলের সঙ্গে তাঁর প্রেম আছে। যদিও তাঁরা কেউই স্বীকার করেননি
ঘুরতে ভালোবাসেন সারা। ফ্রান্স, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, দুবাইসহ নানা দেশে ঘুরে বেড়ান তিনি
সারার ভুবনভোলানো হাসিতে মুগ্ধ নেটিজেনরা
জনপ্রিয় একটি পোশাক ব্র্যান্ডের মডেল হয়ে তিনি নাম লিখিয়েছেন মডেলিংয়ে। সেই ভিডিও দিয়েছেন ইনস্টাগ্রামেও। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী বনিতা সান্ধু ও তানিয়া শ্রফ
সারা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ালেখা করেন। পরে লন্ডন ইউনিভার্সিটি কলেজে মেডিসিনে পড়ালেখা করেন। তাঁর মা অঞ্জলিও একজন চিকিৎসক
সারা ছবি দেবেন, সেখানে হাসি থাকবে না, তা কি হয়!