বলিউডে চলছে বিয়ের আমেজ। একের পর এক তারকারা কোটি ভক্তের হৃদয় গুঁড়িয়ে বিয়ের পিঁড়িতে বসছেন। সিরিয়ালে ছিলেন বরুণ ধাওয়ান। তাঁর বিয়ের গুঞ্জন ভাসছিল বলিউডের আকাশে-বাতাসে। এবার সেই গুঞ্জন সত্যি করে বাবা পরিচালক ডেভিড ধাওয়ান জানালেন, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন এই বলিউড তারকা। পাত্রী তাঁর দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালাল।
সংবাদমাধ্যমকে ছেলের বিয়ের খবর দিয়ে ডেভিড ধাওয়ান বলেছেন, ‘সামনের বছরই হয়তো বিয়ে করবে বরুণ। আমি তাদের সম্পর্ক নিয়ে খুবই খুশি। একজন বাবা হিসেবে এর থেকে বেশি আর কীই–বা চাওয়ার থাকতে পারে?’
অভিনেতা বরুণ ধাওয়ানের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের লেখচিত্র উভয়ই পাল্লা দিয়ে সমান্তরালে ঊর্ধ্বমুখী। তবে এ ক্ষেত্রে সর্বশেষ মুক্তি পাওয়া ‘কলঙ্ক’ ছবিকে পাশে সরিয়ে রাখতে হবে। অবিশ্বাস্য হলেও সত্যি, তারকাবহুল, গানবহুল এবং বড় বাজেটের ‘কলঙ্ক’ ইতিমধ্যে বছরের শ্রেষ্ঠ ফ্লপের তালিকায় যুক্ত হয়েছে।
চলচ্চিত্রে বরুণ ধাওয়ানের শুরুটা হয়েছিল ২০১০ সালে। ওই বছর ‘মাই নেম ইজ খান’ ছবিতে তিনি ছিলেন সহকারী পরিচালক। তবে অভিনয় শুরু করেছেন আরও দুই বছর পর। তাঁর প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’। এরপর এক ডজনেরও বেশি ছবিতে অভিনয় করেছেন।
বরুণ ইতিমধ্যে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকদের তালিকায় নাম লিখিয়েছেন। ‘এবিসিডি থ্রি’ ছবিতে বরুণ ধাওয়ান ৩২ কোটি কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন, তা শুনে অনেকেরই চোখ কপালে উঠেছে। তবে বরুণ ধাওয়ানের শুভাকাঙ্ক্ষীরা বলছেন, তাতে অবাক হওয়ার কী আছে? ‘এবিসিডি টু’ ছবির জন্য তো তিনি ২১ কোটি রুপি পেয়েছেন। ‘এবিসিডি টু’ ছবিতে অভিনয় করেছেন প্রভু দেবা, বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। ৬৫ কোটি রুপি বাজেটের ‘এবিসিডি টু’ ছবিটি আয় করেছে ১৬৫ কোটি রুপি।
কিছুদিন আগেই বলিউডে উদ্যাপন করা হলো বরুণ ধাওয়ানের ৩২তম জন্মদিন। সেদিন বরুণ ইনস্টাগ্রামে জন্মদিনে প্রেমিকার দেওয়া চিঠি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। সেখানে নাতাশা দালাল লিখেছেন, ‘সেই চমৎকার মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা, যে আমার প্রতিদিনকে বিশেষ করে তোলে। জীবনে ভালোবাসা অব্যাহত রাখো আর কখনো স্বপ্ন দেখা ছেড়ো না। দুজনের অনেক সুন্দর স্মৃতির কথা বলতে ইচ্ছা করছে। অনেক অনেক ভালোবাসি।’
এর আগে ফিল্মফেয়ারে বরুণ অবশ্যম্ভাবী প্রশ্ন ‘কবে বিয়ে করছেন?’—এর উত্তরে বলেছেন, ‘এই বছরে না। আমি বলছি না যে বিয়ে করব না, কিন্তু তা এত তাড়াতাড়ি না। আমি যেহেতু এই মুহূর্তে অনেকগুলো চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছি, তাই যখন সঠিক সময় আসবে, তখনই বিয়ে করব।’
নাতাশাকে এর আগে আকাশ আম্বানির বিয়ের অভ্যর্থনায় বরুণের পরিবারের সঙ্গে দেখা গেছে। সেই অনুষ্ঠানের একটা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা নিয়ে বরুণকে প্রশ্ন করা হয়। তখন তিনি বলেছেন, ‘ও (নাতাশা) আর আমি একসঙ্গে স্কুলে যেতাম। তাই অনেক আগে থেকেই ও আমার পরিবারকে চেনে, জানে। এর আগেও সে আমার পরিবারের সঙ্গে অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। কিন্তু তখন আমার পরিবারের সঙ্গে তার ছবি তোলা হয়নি। সে আমার শক্তি, সে আমার সঞ্চালক। সে আমার জীবনের প্রতিষ্ঠার একটা খুঁটি। সে পরিবারের মতো।’
এদিকে এই এপ্রিলেই বরুণের এক নারীভক্ত নাতাশাকে খুন করার হুমকি দেন।
বাবার (পরিচালনায়) ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ছেলে বরুণ ধাওয়ান। এটি ১৯৯৫ সালের কালজয়ী ছবি ‘কুলি নাম্বার ওয়ান’-এর রিমেক। এখানে মূল চরিত্রে গোবিন্দর জায়গা দখল করবেন বরুণ। এর আগেও এই বাবা-ছেলে জুটি বলিউডকে উপহার দিয়েছেন দুটি হিট ছবি—‘ম্যায় তেরা হিরো’ (২০১৪) ও ‘জুড়ুয়া টু’ (২০১৭)।