বলিউডে আবারও করোনার হানা, এবার আক্রান্ত কৃতি শ্যানন

কৃতি শ্যানন কোভিড–১৯-এ আক্রান্ত
ছবি: ইনস্টাগ্রাম

লকডাউনের ‘স্থবিরতা’ কাটিয়ে স্বাভাবিক ছন্দে বলিউড ফিরতে না ফিরতেই করোনায় কাতর একের পর এক তারকা। বরুণ ধাওয়ান, নীতু কাপুরের পর এবার এল বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের করোনায় আক্রান্তের খবর।
মাত্র কিছুদিন হলো বলিউড তার নিজস্ব গতিতে ফিরতে চলেছিল। কিন্তু বাধা সেই করোনা। এবার বলিউড নায়িকা কৃতি শ্যানন কোভিড–১৯-এ আক্রান্ত বলে জোর খবর। জানা গেছে, কৃতি চণ্ডীগড়ে তাঁর আগামী ছবির শুটিং করছিলেন। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন রাজকুমার রাও। কৃতির সঙ্গে রাজকুমারও শুটিং করছিলেন। এক দিন আগেই এই ছবির চণ্ডীগড় শিডিউল সম্পূর্ণ হয়েছে। গতকাল অর্থাৎ সোমবার কৃতির করোনায় আক্রান্তের খবর এসেছে।

কৃতি শ্যানন

তবে এই বলিউড তারকার শারীরিক অবস্থা এখন কেমন বা তাঁর শরীরে করোনার কোন কোন লক্ষণ আছে, তা জানা যায়নি। চণ্ডীগড়ে ‘যুগ যুগ জিও’ ছবির শুটিং চলাকালে বরুণ ধাওয়ান, নীতু কাপুর, পরিচালক রাজ মেহেতা কোভিড–১৯-এ আক্রান্ত হয়েছেন।

কৃতি শ্যানন

এখনকার খবর অনুযায়ী, এই ছবির আর অভিনেতা টেলি তারকা মনীশ পালও করোনা পজিটিভ। গতকাল এক বিবৃতিতে বরুণ বলেছেন, ‘এই মহামারির মধ্যে আমি কাজে ফিরেছিলাম। আমি কোভিড–১৯-এ আক্রান্ত হয়েছি। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সব রকম প্রয়োজনীয় সাবধানতা নেওয়া হয়েছিল। কিন্তু জীবনে কোনো কিছুই নিশ্চিত নয়। বিশেষ করে কোভিড–১৯। তাই সবাই আরও বেশি সচেতন থাকুন। আরও বেশি সাবধানতা নিন। আমার হয়তো আরও বেশি করে সাবধানী হওয়ার প্রয়োজন ছিল। আমার সুস্বাস্থ্যের কামনাভরা অসংখ্য বার্তা পাচ্ছি। এ কারণে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

কৃতিকে ‘মিমি’ ছবিতে দেখা যাবে। ‘মিমি’ ছবিতে তাঁর সঙ্গে আছেন পঙ্কজ ত্রিপাঠী আর সাই তমহনকার। এ ছাড়া কৃতির ঝুলিতে ‘বচ্চন পান্ডে’ আর ‘আদিপুরুষ’-এর মতো বিগ বাজেটের ছবি আছে। ‘বচ্চন পান্ডে’ ছবিতে তাঁর নায়ক অক্ষয় কুমার।

ঝুলিতে ‘বচ্চন পান্ডে’ আর ‘আদিপুরুষ’-এর মতো বিগ বাজেটের ছবি আছে

আর ‘আদিপুরুষ’ ছবিতে তাঁকে পৌরাণিক চরিত্র সীতার ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস।

কৃতিকে ‘মিমি’ ছবিতে দেখা যাবে

বলিউডে এর আগে অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বরিয়া, অর্জুন কাপুর ও তাঁর প্রেমিকা মালাইকা অরোরা, কণিকা কাপুর, কিরণ কুমার, সানি দেওল করোনায় আক্রান্ত হয়েছেন। গত রোববার রাতে ৩৫ বছর বয়সে করোনায় মারা গেছেন জনপ্রিয় টিভি তারকা দিব্যা ভাটনাগর। অন্যদিকে, বলিউডের বিশাল বাজারেও থাবা বসিয়েছে করোনা। করোনার সংক্রমণ রুখতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ভারতের প্রেক্ষাগৃহ। মুক্তি পায়নি কোনো ছবি। ব্যয়বহুল শুটিং সেটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার রাতে ৩৫ বছর বয়সে করোনায় মারা গেছেন জনপ্রিয় টিভি তারকা দিব্যা ভাটনাগর