অভিনয়ের বাইরেও প্রেম নিয়ে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এই বলিউড অভিনেত্রীও যে প্রেমে করছেন, তা অজানা নয় ভক্তদের কাছে। তবে তাপসীর পছন্দ একটু ভিন্ন। তাঁর প্রেমিক ম্যাথিয়াস ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড়। ম্যাথিয়াস ২০১৫ সালে ইওরোপিয়ান গেমসে সোনা জিতেছিলেন।
বলিউডের কারও সঙ্গে প্রেম কিংবা বিয়েতে নারাজ তাপসী। এ কথা তিনি প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে বলেছিলেন। তাপসী প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি ইন্ডাস্ট্রির কাউকে প্রেম কিংবা বিয়ে করব না। কারণ, বিয়ের পর বাড়ির মধ্যেও সেই ফিল্মি পরিবেশের সৃষ্টি হবে। আমি চাই না বাড়িতে কাজ নিয়ে আলোচনা চলুক। দুজনের কাজের জগৎ একই হলে এই সম্ভাবনা বেশি থাকে। ব্যক্তিগত জীবন আর পেশাদার জীবনকে আমি আলাদা রাখতে চাই।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বলিউড অভিনেত্রী স্বীকার করেছেন, ম্যাথিয়াস তাঁর খুব কাছের একজন। তাপসী বলেছেন, ‘যাঁরা আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাঁদের জন্মদিনের দিন আমি ছবি শেয়ার করি। ম্যাথিয়াসের ক্ষেত্রেও আমি তা করেছি। কারণ, তিনি আমার কাছের একজন।’
বিয়ে প্রসঙ্গে এই বলিউড তারকা বলেন, ‘আমি যখন এ ব্যাপারে ভাবব, তখন কাজের গতি ধীর করে দেব। বছরে ৫ থেকে ৬টা সিনেমার পরিবর্তে ২ থেকে ৩টা সিনেমাতে কাজ করব। আর এভাবেই আমি আমার ব্যক্তিগত জীবনের জন্য সময় বের করতে পারব।’
তাপসী ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ম্যাথিয়াসের খুব একটা ছবি শেয়ার করেননি। তবে ম্যাথিয়াস এ ক্ষেত্রে এগিয়ে আছেন। ডেনমার্কের এই খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে হামেশাই তাপসীকে নিয়ে তাঁর ভালোবাসাপূর্ণ পোস্ট দিয়ে যাচ্ছেন। তাপসীর জন্মদিনে ম্যাথিয়াস তাঁকে শুভেচ্ছা জানিয়ে একটি হৃদয়স্পর্শী পোস্ট দিয়েছিলেন।
তাপসীর হাতে এখন দারুণ সব ছবি। এই বলিউড নায়িকাকে ‘রাশমি রকেট’, ‘লুপ লপেটা’, ‘হাসিনা দিলরুবা’র মতো ছবিতে দেখা যাবে।