সাইফ আলী খানের বলিউডে পথচলা শুরু হয় যশ চোপড়া পরিচালিত ‘পরম্পরা’ ছবির মধ্য দিয়ে। আর মুখ্য ভূমিকায় অভিনীত প্রথম ছবি ‘ইয়ে দিল লাগি’ ও ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’। কিন্তু কথা ছিল, রাহুল রাওয়ালের পরিচালনায়, কাজলকে সঙ্গী করে ‘বেখুদি’ সিনেমার মাধ্যমে খাতা খুলবেন সাইফ। তা আর হয়নি। কারণ, শুটিং শুরুর প্রথম দিনে বাদ পড়েছিলেন সাইফ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছেন সাইফ, ‘২৯ বছর আগের কথা। তবে আমার জীবনের শুটিংয়ের প্রথম দিন আমার অস্পষ্টভাবে মনে আছে। গানের শুটিং দিয়ে শুরু হলো। আমি তখন মাত্র ইংল্যান্ডের বোর্ডিং স্কুল থেকে এসেছি। খুবই নার্ভাস ছিলাম। খুবই খারাপ অভিনয় করলাম। বিরক্ত হয়ে পরিচালক আমাকে যথেষ্ট আগ্রহী নই বলে বাদ দিয়ে দিল। প্রথম ছবির প্রথম দিনেই ব্যর্থ হয়ে ফিরে এলাম।’
৪৯ বছর বয়সী সাইফ আলী খান আরও বলেন, ‘পরম্পরা’তেও তিনি নাকি খুব খারাপ অভিনয় করেছিলেন। বিশেষ করে তাঁর গলার আওয়াজ চরিত্রের সঙ্গে মোটেই মানানসই ছিল না। সাইফ বলেন, ‘ভাগ্যিস, এর পরেও কিছু পরিচালক তাঁদের বড় বড় ছবিতে আমাকে নিয়েছেন। তা না হলে তো আমি এভাবেই হারিয়ে যেতাম। আমাকে অন্য কিছু করে খেতে হতো।’
যদিও ১৯৯৯ সালে ‘হাম সাথ সাথ হায়’ ছবিটি তুমুল হিট করে। তবে, সাইফ মনে করেন, তাঁর ভেতরে যে অভিনয়প্রতিভা আছে, তা সবাই প্রথম লক্ষ করে ২০০১ সালে, ‘দিল চাহতা হ্যায়’ সিনেমা মুক্তির পর। ‘কাল হো না হো’তেও সাইফ আলী খানের অভিনয় প্রশংসিত হয়। এরপর ‘হাম তুম’ সিনেমার জন্য তো জাতীয় চলচ্চিত্র পুরস্কারই পেলেন। ‘পরিণীতা’তে সাইফের ভূয়সী প্রশংসা করেন সমালোচকেরা। এরপর ‘সালাম নামাস্তে’, ‘ওমকারা’, ‘রেস’, ‘লাভ আজকাল’, ‘ককটেল’ সিনেমার মাধ্যমে তিনি বলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেন।
অবশ্য এ জন্য নিজের অভিনয়ের ওপর অনেক কাজ করতে হয়েছে উল্লেখ করে সাইফ বলেন, ‘অভিনয়ের ক্ষেত্রে আমি আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়েছি। ভালো অভিনেতা হওয়া একটা চলমান প্রক্রিয়া। এর কেবল শুরু আছে। শেষ নেই। প্রতিবার আমি নিজেকে ভালো অভিনেতা প্রমাণ করার জন্য উঠেপড়ে খেটেছি। আর কোথাও না কোথাও সেই ফল মিলেছে।’
সাইফ আলী খানের সর্বশেষ ছবি ‘তানহাজি’ ও ‘জাওয়ানি জানেমান’ দুটোই বক্স অফিস থেকে ভালো খবর এনেছে। এরপর তাঁকে দেখা যাবে ‘দিল বেচারা’ ও ‘বান্টি ঐর বাবলি টু’ ছবিতে। সাইফ অভিনীত একমাত্র ওয়েব সিরিজ ‘স্যাকরেড গেমস’ ওয়েব ইতিহাসে জ্বলজ্বল করবে। নেটফ্লিক্সের দারুণ সাড়া জাগানো সিরিজ এটি।