পঞ্চাশ হাজার সাহায্যপ্রার্থী সোনুর দ্বারে, পাশে দাঁড়ালেন সারা

কিছুদিন আগে ভারতের গোয়া আর মালদ্বীপ সফরে গিয়ে ট্রলের শিকার হয়েছিলেন বলিউড তারকা সারা আলী খান। সারা দেশ যখন করোনার সঙ্গে লড়াই করছে তখন তাঁর এই বিলাসভ্রমণ নিয়ে কটাক্ষ করেছিল নেট জনতা। তবে এবার দেশের কাজে এগিয়ে এলেন সারা। সোনু সুদের পাশে দাঁড়ালেন সাইফ আলী কন্যা। আর তাতে খুব খুশি সোনু।

সোনু সুদ
ইনস্টাগ্রাম

করোনার শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে 'সত্যিকারের হিরো' হয়েছেন সোনু। মানুষ তাঁর বাড়ির সামনে ভিড় জমাচ্ছে সাহায্যের জন্য। কাউকে খালি হাতে না ফেরানোর চেষ্টা করছেন সোনু। গতকালও তাঁর ফাউন্ডেশনে ৪১ হাজার ৬৬০ জন সাহায্য চেয়েছেন। সোনু হিসাব কষে বলেছেন, যে হারে সাহায্যপ্রার্থীরা আসছেন তাতে সবাইকে সাহায্য করতে তাঁর ১৪ বছর সময় লাগবে! প্রতিদিন গড়ে প্রায় অর্ধলাখ মানুষ সাহায্য চাচ্ছে সোনুর কাছে।

সোনু ও সারা

করোনাকালের শুরু থেকে সোনু অসহায়, দুস্থ মানুষের পাশে নানাভাবে দাঁড়িয়েছেন। কোভিড ১৯-এর দ্বিতীয় ঢেউয়ের সময়েও তিনি একইভাবে মানুষকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়েছেন। এমনকি বলিউড অভিনেতারাও সোনুর থেকে সাহায্য চাইছেন। সব সময় ত্রাতার ভূমিকায় দেখা গেছে তাঁকে। সোনুর এই মহৎ কর্মকাণ্ডে অনেক বিটাউন তারকা তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। এবার এই তালিকায় শামিল হলেন সারা।

সারা আলী খান

এই বলিউড নায়িকা সোনু সুদের সংস্থা 'সুদ ফাউন্ডেশন'-এ আর্থিক সাহায্য করলেন। তবে সারা কত টাকা দিয়েছেন তা জানানো হয়নি। সোনু সে জন্য সারাকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়েছেন।

সোনু সারাকে উদ্দেশ করে লিখেছেন, 'প্রিয় সারা, "সুদ ফাউন্ডেশনে" আপনার অনুদানের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার জন্য গর্বিত। আপনি এভাবেই ভালো কাজ করতে থাকুন। এই কঠিন সময়ে আপনি এগিয়ে এসে সাহায্য করে দেশের তরুণসমাজকে অনুপ্রাণিত করেছেন। আপনি যথার্থ হিরো সারা আলী খান।'

সোনু ও সারা

সারা আলী খান সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত তাঁর ভক্ত ও অনুরাগীদের কাছে করোনা আক্রান্ত রোগীদের সাহায্যের জন্য আবেদন করছেন। সারা এর আগে সোনুর সঙ্গে 'সিম্বা' ছবিতে কাজ করেছেন। এই সুপারহিট ছবির নায়ক ছিলেন রণবীর সিং।