নেই নতুন ছবি, তবুও তিনি আয়ে শাহরুখ-সালমানদের কাতারে

বলিউডের অলিগলিতে আলাদা করে তাঁকে আর চিনতে হয়নি। জন্মের পর থেকেই তিনি সব চিনেছেন। এর কারণ দাদা ও নানার পরিবারের মানুষেরা সিনেমা ও সংগীতের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৮০ সালে ‘ড্যান্সার বয়’ হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন এই অভিনেতা। এখন তিনি ভারতের শীর্ষ আয় করা তারকাদের একজন। কে এই অভিনেতা?
তার বাবা ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক রাকেশ রোশন। তাঁর দাদা ছিলেন সংগীত পরিচালক রোশন। তাঁর নানা ছিলেন প্রযোজক এবং নির্মাতা জে ওম প্রকাশ। এ ছাড়া পরিবারের অন্যরাও মিডিয়ার সঙ্গে জড়িত।
ছবি: টুইটার থেকে
১৯৭৯ সালে মুক্তি পাওয়া ‘আপকে দিওয়ানে’ ছবিতে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। ছবিটির একটি গানের দৃশ্যে পাঁচ বছর বয়সী এই অভিনেতাকে নাচতে দেখা যায়। সিনেমায় এই শিশু অভিনেতার নাম ছিল রহিম। ছবিতে তাঁর নামের কোনো ক্রেডিট দেওয়া হয়নি।
ছয় বছর বয়সে তোতলামির সমস্যা ছিল হৃতিক রোশনের। এটা নিয়ে তিনি বিরক্ত ছিলেন। পরে স্কুলের ভাইভাতে তিনি অসুস্থ হয়ে যেতেন। এ সমস্যা থেকে মুক্তি পেতে স্পিচ থেরাপিও নিতে হয়েছিল তাঁকে
২০১৯ সালে তিনি ‘বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ’–এর তালিকায় ছিলেন। জনপ্রিয় ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম, ‘টোয়াইলাইট’ ছবির নায়ক রবার্ট প্যাটিনসন আর ‘ক্যাপ্টেন আমেরিকা’ ছবির নায়ক ক্রিস ইভানদের পেছনে ফেলে সুপুরুষ হয়েছেন হৃতিক রোশন
তিনি সব সময় স্বাস্থ্যকর জীবন যাপন করেন। এর মধ্যেই নিয়মিত ধূমপান করতেন। হঠাৎ একদিন এই অভিনেতা অ্যালেন কারের ‘ইজি ওয়ে তো স্টপ স্মোকিং’ বই পড়ে ধূমপান ছেড়ে দেন
গত দুই বছর তেমন কোনো সিনেমায় তাঁকে দেখা যায়নি। ২০২০ সালে তাঁর কোনো কাজ মুক্তি পায়নি। পরের বছর একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। এরপরও ২০২১ সালে ভারতের সেরা আয় করা অভিনেতাদের তালিকায় ৮ নম্বরে ছিলেন হৃতিক রোশন
শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সালমান খান, অক্ষয় কুমার, আমির খান, কমল হাসান, শহীদ কাপুরের পরেই ছিলেন হৃতিক
প্রথম ছবি মুক্তির পর হৃতিক রোশন ৩০ হাজারের বেশি বিয়ের প্রস্তাব পেয়েছেন। ‘কহোনা পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে ২০০০ সালে বলিউডের তুমুল জনপ্রিয় তারকা হিসেবে আত্মপ্রকাশ করেন হৃতিক
২০০৩ সালে লিমকা বুক অব রেকর্ডসে ঠাঁই পায় ‘কহোনা পেয়ার হ্যায়’ ছবির নাম। ১০ কোটি রুপি খরচ করে বানানো ছবিটি সেই সময়ে তুলে এনেছিল ৮০ কোটি রুপি। এরপর আর পেছনে তাকাতে হয়নি
সহকারী পরিচালক হিসেবে টানা ছয় বছর তিনি কাজ করেছেন। এই সময়ে সেটে ঝাড়ু দেওয়াসহ সব কাজই করতেন বলে হৃতিক এক সাক্ষাৎকার জানিয়েছিলেন। সক্রিয়ভাবে বিভিন্ন দাতব্য কাজের সঙ্গে জড়িত আছেন হৃতিক