ক্যারিয়ারের প্রথম ছবি নিয়ে সব অভিনয়শিল্পীই আশাবাদী থাকেন। জাহ্নবী কাপুরও এর ব্যতিক্রম নন। শশাঙ্ক খৈতান পরিচালিত ধড়ক ছবির মাধ্যমে বিটাউনে পা রেখেছিলেন শ্রীদেবীকন্যা। কিন্তু ক্যারিয়ারের প্রথম ছবিতে সেভাবে সাড়া পাননি জাহ্নবী। তাই নিরাশ হয়েছিলেন এই বলিউড সুন্দরী।
এ বছরটা দুর্দান্ত হতে চলেছে জাহ্নবীর। তাঁর অভিনীত একের পর এক ছবি এ বছর মুক্তি পেতে চলেছে। গুঞ্জন স্যাক্সেনা: দ্য কার্গিল গার্ল, রুহিআফজার মতো ছবিতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি নেটফ্লিক্সে জাহ্নবী অভিনীত ঘোস্ট স্টোরিজ মুক্তি পেয়েছে। নিজের ক্যারিয়ার নিয়ে দারুণ উচ্ছ্বসিত জাহ্নবী। নিজের আসন্ন ছবি প্রসঙ্গে এই বলিউড অভিনেত্রী বলেন, ‘আমি আমার আগামী ছবিগুলো নিয়ে দারুণ রোমাঞ্চিত। আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছি এই ছবিগুলোর জন্য। ধড়ক-এর জন্যও আমি অনেক পরিশ্রম করেছি। কিন্তু কোথাও এই ছবিটা সবার হৃদয় জয় করতে পারেনি। তাই আমি হয়তো একটু নিরাশ হয়েছিলাম। তবে হতাশ হইনি।’
জাহ্নবী এ বছর করণ জোহরের তখত ছবির শুটিং শুরু করবেন। ঐতিহাসিক এই ছবিতে অনিল কাপুর, রণবীর সিং, কারিনা কাপুর খান, ভূমি পেড়নেকর, আলিয়া ভাট, বিকি কৌশল প্রমুখ আছেন। করণের এই ছবিকে ঘিরে জাহ্নবী খুবই উচ্ছ্বসিত। তখত ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ঐতিহাসিক বা পিরিয়ড ছবি আমাকে ছোটবেলা থেকেই আকর্ষণ করে। পাকিজা, উমরাও জান, মুঘল–ই–আজম ছবিগুলো আমার সব সময় দারুণ লাগে। মোগল ইতিহাস আমি দারুণ পছন্দ করি। করণের এই ছবির সঙ্গে যুক্ত হওয়া স্বপ্নের মতো।’