বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর তাঁর আগামী ছবি ‘পিপ্পা’র জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন। ম্রুণাল চান এই ছবিতে তাঁর সেরাটা উজাড় করে দিতে। তাই নিজেই তাঁর চরিত্র নিয়ে গবেষণা করছেন তিনি।
ছবিটি নিয়ে এই বলিউড অভিনেত্রী বলেন, ‘আমি যদি আমার চরিত্রের গভীরতা, ছবির গল্প মন থেকে অনুভব করতে না পারি, তাহলে আমি সেরাটা দিতে পারব না। সব ছবিতেই আমি আমার চরিত্রের ভ্রমণকে অনুধাবন করার চেষ্টা করি। ‘পিপ্পা’ ছবিতে আমার চরিত্র নিয়ে গভীরভাবে গবেষণা করছি। কারণ, এই ছবির সঙ্গে আমাদের দেশের ইতিহাস জড়িয়ে আছে।’
নিজেকে চরিত্র অনুযায়ী প্রস্তুত করতে ম্রুণাল অনেক জার্নাল, বই, আর্টিকেল পড়ছেন। তাঁর কথা, আজ যে ম্রুণালকে সবাই চেনেন, এ পর্যন্ত আসতে তাঁর অভিনীত চরিত্রগুলোর অবদানও অনেক।
এই বলিউড অভিনেত্রী বলেন, ‘আমি আমার ভ্রমণ থেকে অনেক কিছু শিখেছি। এর মাধ্যমে আমি নিজেকে আরও সমৃদ্ধ করতে পেরেছি। আমার অভিনীত বেশ কিছু চরিত্র আমার ওপর দারুণ প্রভাবও ফেলেছে। আমার জীবনদর্শনকে অনেকটা বদলে দিয়েছে।’
ম্রুণাল আরও বলেন, ‘লাভ সোনিয়া ছবিতে আমি সোনিয়ার চরিত্রে অভিনয় করেছি। সোনিয়া আমাকে শিখিয়েছে যে জীবন কী আর কতটা মূল্যবান।
এদিকে ‘তুফান’ ছবিতে আমি অনন্যার চরিত্রে অভিনয় করেছি। অনন্যা আমাকে শিখিয়েছে, যন্ত্রণাকে নিজের দুর্বলতা হিসেবে না নিয়ে নিজের শক্তিতে পরিণত করতে।’
ছবি নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখেন ম্রুণাল। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি ছবির ভবিষ্যৎ নিয়ে খুব একটা মাথা ঘামাই না। আমি কখনোই এটি নিয়ে ভাবি না যে ছবিটা কতজন মানুষকে আকর্ষিত করবে, কোন বয়সের মানুষেরা দেখতে উৎসাহিত হবেন। আমি এ–ও ভাবি না যে ছবিটা হিট হবে কি না।
আমি শুধু কিছু বিষয়কে গুরুত্ব দিই। ছবির গল্প, চিত্রনাট্য আর পরিচালক। এই দিকগুলো আমার কাছে বেশি প্রাধান্য পায়। একটা ভালো চিত্রনাট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো চিত্রনাট্য পেলে কঠিন চরিত্র করতে কোনো আপত্তি থাকে না।’
ম্রুণাল ঠাকুর অভিনীত ‘জার্সি’ এখন মুক্তির অপেক্ষায়। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন শহীদ কাপুর। এ ছাড়া ‘আঁখ মিচোলি’, ‘গুমরাহ’ ছবিতে তাঁকে দেখা যাবে।