এমন নায়িকা কমই পাওয়া যাবে, যার জন্মই হয়েছে নায়িকা হওয়ার জন্য। সারা আলী খান সেই বংশে মেয়ে, যিনি জন্ম নিয়েছেন নায়িকা হওয়ার জন্যই। শৈশব থেকেই নায়িকার মতো ছিল তাঁর ভাবভঙ্গি। পিচ্চি সারা আলী খানকে দেখে কিন্তু সে রকমই মনে হবে। ছোটবেলা থেকেই ফ্যাশন-সচেতন বলিউড তারকা সাইফ আলী খানের মেয়ে। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর একটি ছবি সেই ইঙ্গিত দিচ্ছে।
গত বুধবার নিজের দুটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন সারা আলী খান। একটি এখনকার ছবি, অন্যটি পিচ্চিকালের। দুটি ছবিতে একই পোজে দাঁড়িয়ে সারা। নীচে লেখা, ‘ছোটবেলা থেকেই আমি এমন।’ লকডাউনে সারার এই পোস্ট দেখে অনেকেই আনন্দ পেয়েছেন। আগেও নিজের এ রকম একটি ছবি পোস্ট করেছিলেন সারা। লিখেছিলেন, ‘কিছু জিনিস কখনো বদলায় না। একই পোজ, এক রকম সাজ-গোজ, একই রকম মুখের অভিব্যক্তি। আমি জানি আমাকে উৎকট লাগছে। কিন্তু ‘দেখার’ ঊর্ধ্বে উঠে দেখুন। আমার মধ্যে কোনো পরিবর্তন পাচ্ছেন কি না!’
বলিউডে ‘নেপোটিজম’ নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। উপহাসকারীর দল প্রায়ই তারকার সন্তানদের খোঁচান। সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খানও এর শিকার। তারকার সন্তান হওয়ায় প্রায়ই কষ্টও হয় সারার। তিনি জানিয়েছিলেন, নেপোটিজম নিয়ে তিনি রীতিমতো চাপে থাকেন। বিরক্ত সারা বলেছিলেন, ‘সাইফ ও অমৃতার মেয়ে হওয়ার জন্য আমাকে সব সময় একটা চাপের মধ্যে থাকতে হয়। আমি আমার কাজকে খুব ভালোবাসি। কিন্তু তা সত্ত্বেও আমি এক অদৃশ্য চাপ অনুভব করি।’
২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবি দিয়ে সারা আলী খানের বলিউডে অভিষেক। তারপর রণবীর সিংয়ের বিপরীতে করেছেন ‘সিমবা’। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘লাভ আজ কাল’ দর্শকের মনে জায়গা না করতে পারলেও আগামী দিনে একাধিক ছবি তাঁর হাতে। তালিকায় আছে ‘আতরঙি রে’, ‘কুলি নম্বর ওয়ান’-এর মতো ছবি। ‘কুলি নম্বর ওয়ান’-এ সারার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। এ ছাড়া ‘আতরঙি রে’ ছবিতে সারার বিপরীতে থাকবেন অক্ষয় কুমার ও ধানুশ। সূত্র: এনডিটিভি