মাত্র দুই দিন পর নতুন বছর শুরু হবে। প্রতিবছর বলিউড তারকারা ধুমধাম করে নতুন বছর উদ্যাপন করেন। এবারও তার ব্যতিক্রম নয়। মুম্বাইয়ে করোনার দাপট ক্রমে বাড়ছে। তাই একঝাঁক বলিউড তারকা মুম্বাই ছেড়ে দেশের অন্য প্রান্তে কিংবা বিদেশে পাড়ি জমিয়েছেন, উদ্দেশ্য নতুন বছর উদ্যাপন।