নতুন বছর উদ্‌যাপন: কোন তারকা কোথায় গেছেন

মাত্র দুই দিন পর নতুন বছর শুরু হবে। প্রতিবছর বলিউড তারকারা ধুমধাম করে নতুন বছর উদ্‌যাপন করেন। এবারও তার ব্যতিক্রম নয়। মুম্বাইয়ে করোনার দাপট ক্রমে বাড়ছে। তাই একঝাঁক বলিউড তারকা মুম্বাই ছেড়ে দেশের অন্য প্রান্তে কিংবা বিদেশে পাড়ি জমিয়েছেন, উদ্দেশ্য নতুন বছর উদ্‌যাপন।

প্রতিবছরের মতো এ বছরও নেহা ধুপিয়া আর অঙ্গদ বেদি নতুন বছর উদ্‌যাপন করতে তাঁদের প্রিয় ঠিকানা ভারতের গোয়া সমুদ্রসৈকতে গেছেন। এই বলিউড দম্পতির সঙ্গে তাঁদের দুই সন্তানও সেখানে আছে। গতকাল তাঁরা পৌঁছেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের এই সফরের নানা রঙিন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন
সংগৃহীত
বলিউডের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত জুটি রণবীর কাপুর আর আলিয়া ভাট মুম্বাই ছেড়েছেন। গত মঙ্গলবার বিকেলে তাঁদের দুজনকে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে। তবে আলিয়া আর রণবীর কোথায় এবারের নতুন বছরের উৎসব উদ্‌যাপন করবেন, তা এখনো ফাঁস হয়নি
সংগৃহীত
বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে একটি হলো রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তাঁরা ছুটি কাটাতে মালদ্বীপে পাড়ি জমিয়েছেন। বলিউডের এই তারকা দম্পতিকে সোমবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে
সংগৃহীত
বলিউড নায়ক টাইগার শ্রফ তাঁর প্রেমিকা দিশা পাটানিকে নিয়ে আবার ছুটি কাটাতে দেশের বাইরে গেছেন। এর আগেও তাঁরা দেশের বাইরে ছুটি কাটাতে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা দুজন ছুটির নানান ছবি শেয়ার করছেন। টাইগার ও দিশা মালদ্বীপে এবারে নতুন বছর উদ্‌যাপন করবেন
সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানি এখন পুরোপুরি ছুটির মেজাজে আছেন। টাইগার আর দিশার মতো তাঁরাও উড়ে গেছেন মালদ্বীপে। গতকাল তাঁদের দুজনকে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা গেছে
বলিউড অভিনেত্রী গওহর খান তাঁর স্বামী জায়েদ দরবারের সঙ্গে লন্ডনে পাড়ি জমিয়েছেন। সেখানে তাঁরা নতুন বছর উদ্‌যাপন করবেন। দুজন তাঁদের লন্ডন সফরের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন
টেলিভিশন ও বলিউড অভিনেত্রী হিনা খান তাঁর প্রেমিক রকি সওয়ালের সঙ্গে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্র গেছেন। সেখানেই তাঁরা নতুন বছরকে স্বাগত জানাবেন