২০০৪ সালে ‘রান’ দিয়ে বলিউডে মৌনী রায়ের অভিষেক। একে একে করেছেন ‘গোল্ড’, ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’, ‘কেজিএফ’। তবে সিনেমার চেয়ে টিভি ধারাবাহিকে কাজ করেই বেশি পরিচিত পেয়েছেন মৌনী। ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ নাটকের তুলসী চরিত্রের অভিনেত্রী তিনি। নতুন বছরে নতুন সংসার শুরু করতে যাচ্ছেন এই বাঙালি অভিনেত্রী।
মৌনীর প্রেম–বিয়ে নিয়ে বহুবার নানা রকম গুজব তৈরি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সেগুলো আর সত্য হয়নি। অবশেষে নিজেই জানালেন এসব খবর। পাত্র সুরুজ নাম্বিয়ার। তিনি দুবাইয়ের ব্যবসায়ী। গেল লকডাউনে দুবাইয়ে থাকাকালে প্রেমে জড়ান দুজন। ২৭ জানুয়ারি হয় দুবাই, নয়তো ইতালিতে হবে তাঁদের বিয়ে। বৌভাত হবে মৌনীর বাপের বাড়ি কোচবিহারে।
মৌনী-সুরজকে একত্রে প্রকাশ্যে তেমন একটা দেখা যায়নি। একবার পোষা কুকুর ও সুরজের একটি ছবি পোস্ট করে মৌনী ক্যাপশনে লিখেছিলেন, ‘দুজনই আমার। আই লাভ ইউ।’ চলতি বছরের প্রথম দিকে মন্দিরা বেদীর বাড়িতে সুরজের সঙ্গে দেখা করেন মৌনীর মা–বাবা। বলা যায়, পারিবারিকভাবে বিয়ের প্রায় সব আনুষ্ঠানিকতা গুছিয়ে ফেলেছেন তাঁরা।
বিয়ের মৌসুম শুরু হয়েছে। বলিউডে জুটিগুলো একের পর এক সাতপাকে বাঁধা পড়ছেন। কদিন আগেই হয়ে গেল রাজকুমার রাও ও পত্রলেখার বিয়ে। এখন আলোচনার তুঙ্গে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে। আগামী ডিসেম্বরের ৯ তারিখে তাঁদের বিয়ে। তারকা জুটি রিচা চাড্ডা ও আলি ফজলও শিগগিরই বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে।
মৌনীকে শিগগিরই দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। ছবির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট ও দক্ষিণ ভারতের তারকা নাগার্জুন।