‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিকে ঘিরে এখনো নানান আলোচনা চলছে। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি শিগগিরই ২০০ কোটি ক্লাবের সদস্য হতে চলেছে। এক দিকে ছবিটি যেমন দর্শকের আগ্রহে আছে, অপর দিকে ছবিটিকে ঘিরে বিতর্ক দেখা গেছে ভারতে৷ জানা গেছে, মাত্র ১৫ কোটির বাজেটে এই ছবিটি বানানো হয়েছে। ছবির বিষয়বস্তুর পাশাপাশি অভিনয়শিল্পীরা ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মূল সম্পদ। এই ছবির জন্য সব অভিনয়শিল্পী নিজেদের এক শ শতাংশ উজাড় করে দিয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক, এই ছবির জন্য কোন অভিনয়শিল্পী কত পারিশ্রমিক নিয়েছেন।
বিবেক অগ্নিহোত্রী
‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির আসল কারিগর হলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এই ছবির পিছনে ছিল তাঁর নিজের গবেষণা আর আবেগ। জানা গেছে, ছবিটি নির্মাণের জন্য বিবেক এক কোটি রুপি নিয়েছেন। এ ছাড়া ছবির মুনাফা থেকে একটা বড় অংশ তিনি নেবেন।
অনুপম খের
‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির সঙ্গে বারবার উঠে আসছে বলিউড অভিনেতা অনুপম খেরের নাম। এই ছবির সাংবাদিক সম্মেলনের সময়ও অনুপমের দুচোখ জলে ভরে উঠছিল। জানিয়েছেন, তাঁর মা ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার পর বেশ কিছুদিন কথা বলতে পারেননি। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে তাঁকে ‘পুস্করনাথ পণ্ডিত’-এর ভূমিকায় দেখা গেছে। আর এই চরিত্রে অভিনয়ের জন্য অনুপম খের ১ কোটি রুপি নিয়েছেন বলে খবর।
পল্লবী যোশী
বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী তথা অভিনেত্রী পল্লবী যোশী ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তাঁকে রাধিকা মেননের ভূমিকায় দেখা গেছে। এই ছবি নির্মাণের পিছনেও তাঁর যথেষ্ট অবদান আছে। পল্লবী পর্দায় ‘রাধিকা’ হয়ে উঠতে প্রায় ৭০ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছেন।
দর্শন কুমার
অভিনেতা দর্শন কুমার ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে কৃষ্ণা পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন৷ তাঁর অভিনয়ের প্রশংসা হচ্ছে। দর্শন কুমার এই ছবিতে অভিনয়ের জন্য ৪৫ লাখ রুপি দাবি করেছিলেন।
মিঠুন চক্রবর্তী
‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির সব অভিনয়শিল্পীর মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। এই ছবিতে তাঁর চরিত্রের নাম ব্রহ্ম দত্ত। শোনা যাচ্ছে, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ অভিনয়ের জন্য মিঠুন নিয়েছেন দেড় কোটি রুপি।
মৃণাল কুলকার্নি
‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে অভিনেত্রী মৃণাল কুলকার্নির চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই ছবিতে তাঁর চরিত্রের নাম লক্ষ্মী দত্ত। আর এই চরিত্রের জন্য মৃণাল হাঁকিয়েছিলেন ৫০ লাখ রুপি।
পুনিত ইসসর
অভিনেতা পুনিত ইসসর এই ছবিতে ডিজিপি হরি নারেনের ভূমিকায় সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। আর তিনি পারিশ্রমিক নিয়েছেন ৫০ লাখ রুপি।