বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিংকে গত বৃহস্পতিবার ভোররাতে এক পানশালা থেকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মিকার বিরুদ্ধে দুবাইয়ের মুরাক্কাবাত থানায় যৌন হেনস্তার অভিযোগ করেছে ব্রাজিলের ১৭ বছরের এক মডেল। সে অভিযোগ করেছে, মিকা সিং মোবাইল ফোনে তাকে আপত্তিকর মেসেজ ও অশ্লীল ছবি পাঠিয়েছেন। গ্রেপ্তার হওয়ার পর দ্রুত ভারতীয় দূতাবাসের সহায়তা চান মিকা সিং। খবর পেয়ে দূতাবাসের কর্তৃপক্ষ দুবাই পুলিশের উচ্চমহলের সঙ্গে যোগাযোগ শুরু করে। সারা দিন চেষ্টার পর একপর্যায়ে কিছু শর্ত জুড়ে দিয়ে মিকা সিংকে ছেড়ে দেয় আবুধাবি পুলিশ। তবে দুবাই পুলিশ বলেছে, মিকা সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর মেয়েটির মোবাইল ফোনও পরীক্ষা করে দেখা হয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নভদীপ সিং সুরি এবার আবুধাবিতে গলফ নিউজকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই ছাড়া পেয়েছেন মিকা সিং। তাঁকে পরে আদালতে হাজির হতে হবে। মিকাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হলেও পরে তাঁকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়। কারণ, যে ব্যক্তি অভিযোগ করেছে, সে আবুধাবির আবাসিক ভিসা নিয়েছে। আর মিকা সিং দুবাই যান একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য।
ব্রাজিলের এই মডেল আরও অভিযোগ করেছে, মিকা সিং তাকে বলিউডে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর তার কাছে আপত্তিকর মেসেজ আর অশ্লীল ছবি পাঠান। দুবাই পুলিশের মতে, এই অভিযোগ অনুযায়ী মিকা সিং মেয়েটিকে যৌন হেনস্তা করেছেন; যা গুরুতর অপরাধ। আর অভিযোগ প্রমাণিত হলে ভারতের এই জনপ্রিয় গায়কের জেল-জরিমানা হতে পারে।
মিকা সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এটাই প্রথম নয়, ২০০৬ সালে রাখি সাওয়ান্তকে জোর করে চুমু দেওয়ার অভিযোগে তাঁকে আদালত পর্যন্ত যেতে হয়েছিল। ২০১৬ সালে ৩২ বছরের এক ফ্যাশন ডিজাইনার মিকা সিংয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। তিনি অভিযোগ করেন, মিকা সিং তাঁর বাড়িতে এসে হাত ধরে টেনে জোর করে জড়িয়ে ধরেন। এ ছাড়া ২০১৪ সালে বেপরোয়া গাড়ি চালিয়ে একটি অটোকে ধাক্কা মারায় ‘হিট অ্যান্ড রান’ মামলায় অভিযুক্ত হন মিকা সিং। ২০১৫ সালে দিল্লিতে অনুষ্ঠানে এক চিকিৎসককে থাপ্পড় দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।