ব্যক্তি কঙ্গনা রনৌত নিয়ে যত কথাই থাকুক না কেন, অভিনয়শিল্পী কঙ্গনা রনৌতকে সালাম ঠুকবেন শত্রুও। ভালো অভিনয়ের জন্য সবকিছু করতে প্রস্তুত তিনি। তাঁর উচ্চাভিলাষী ছবি ‘থালাইভি’র একপ্রস্থ শুটিং সেরে ফেলেছেন। এ জন্য ২০ কেজি ওজন বাড়াতে হয়েছে তাঁকে; কিন্তু পরের দুটো ছবি ‘ধকড়’ ও ‘তেজস’–এর জন্য পর্দায় আবার তাঁকে ফিট দেখাতে হবে। তাই এই বাড়তি ওজন ঝরিয়ে ফেলতে হবে দুই মাসের মধ্যেই।
‘থালাইভি’ ছবিতে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। ছবির স্থিরচিত্র টুইটারে ছড়িয়ে দিয়ে নায়িকার বোন রঙ্গোলি চান্ডেল জানাচ্ছেন, ‘থালাইভির শেষ পর্বের শুটিংয়ের জন্য ২০ কেজি ওজন বাড়িয়েছেন কঙ্গনা। দুই মাসের মধ্যে শুরু হবে “তেজস” ও “ধকড়” ছবির কাজ। দেখা যাক, বাড়তি ওজনটুকু সে কী করে!’
টুইটারের একটি ছবিতে কঙ্গনাকে দেখা যাচ্ছে থালাইভির সজ্জায়, আর দুটি ছবিতে দেখা যাচ্ছে গ্ল্যামারাস ভঙ্গিতে। গ্ল্যামারাস একটি স্থিরচিত্রে দেখা গেছে, হাতে একটি গ্লাস ধরে আছেন ৩২ বছর বয়সী এই তারকা। রঙ্গোলি জয়ললিতার নীল শাড়ি পরিহিত একটি ছবিও শেয়ার করেছেন।
কঙ্গনার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এখানে কঙ্গনা তাঁর প্রশিক্ষক যোগেশকে পরিচয় করিয়ে বলছেন, ‘থালাইভির পর আমরা আমাদের ওয়ার্কআউট শুরু করছি। আর ইনি আমার প্রশিক্ষক যোগেশ।’ তারপর কঙ্গনা যোগেশকে অনুমান করতে বলেন তিনি কতটা ওজন বাড়িয়েছেন।
উত্তরে যোগেশ জানান, ১৫ কেজি বেড়েছে বলে তাঁর অনুমান। তারপর দেখা যায়, কঙ্গনা ওজন মাপার যন্ত্রে ওঠেন। সেখানে ওজন দেখায় ৭০ কেজি! তারপর এই দুজন জানান যে আগামী দুই মাসে ২০ কেজি ওজন ঝরাতে হবে কঙ্গনাকে। যোগেশ এ–ও জানান, কঙ্গনা এ অসম্ভকে সম্ভব করতে পারবেন বলেই তাঁর বিশ্বাস।
এর আগে চরিত্রের জন্য আরও বড় ঝুঁকি নিয়েছেন এই অভিনেত্রী। সে কথাও জানিয়েছেন রাঙ্গোলী। তিনি বলেন, ‘তানু ওয়েডস মানু’ ছবির শুটিং চলাকালে এক মারাত্মক বাইক দুর্ঘটনার শিকার হন কঙ্গনা। তাতে ৫২টি সেলাই দিতে হয়েছিল। ‘মনিকর্নিকা’ ছবির শুটিংয়ের সময় দুর্ঘটনাবশত মাথায় তলোয়ারের আঘাত লাগে। তাতে ১৫টি সেলাই দিতে হয়েছিল কঙ্গনাকে। আর এখন তিনি ওজন বাড়িয়ে নিজের শরীরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।
এর আগে কঙ্গনার ‘পাঙ্গা’ ছবির পরিচালক আশ্বিনী আইয়ার তিউয়ারি বলেছিলেন, ‘১ কেজি ওজন কমাতে আমি কী না করি! অথচ কঙ্গনা সেই অভিনয়শিল্পী, যিনি কেবল মানসিকভাবে ওই চরিত্র হয়ে ওঠেন তা নয়, চরিত্রের প্রয়োজনের তরতর করে ২০–২৫ কেজি বাড়িয়ে ফেলেন। আবার কাট বলার পর ওই চরিত্র থেকে বেরোনোর কিছুদিন পর কীভাবে কীভাবে যেন সেই মেদও ঝরিয়ে ফেলেন। অভিনয়ের প্রতি কোন ধরনের প্রতিশ্রুতি থাকলে এটা সম্ভব, তা কেবল কল্পনা করা যায়।’
থালাইভি মুক্তি পাচ্ছে চলতি বছরের ২০ জুন। যদিও ছবি মুক্তি বন্ধ করতে আইনি নোটিশ পাঠিয়েছিলেন জয়ললিতা জয়ারামের বড় ভাইয়ের মেয়ে দীপা জয়াকুমার। পেশায় রাজনীতিবিদ ও সাংবাদিক দীপা দাবি করেছিলেন, তিনি জয়ললিতার উত্তরসূরি। তাই জয়ললিতার জীবনীনির্ভর ছবি বানানোর আগে তাঁর লিখিত অনুমতি নিতে হবে। তিনি আরও জানিয়েছেন, তিনি চান না তাঁর ফুফুর ব্যক্তিগত জীবন বড় পর্দায় আসুক বা ব্যক্তিগত জীবন নিয়ে ব্যবসা হোক। যাহোক, ধোপে টেকেনি সেসব অভিযোগ।
‘তেজস’–এ কঙ্গনাকে দেখা যাবে বৈমানিকের চরিত্রে, আর ‘ধকড়’–এ যোদ্ধার সাজে।