বলিউড অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু সোমবার রাতে টুইট করে জানিয়েছেন, এই বর্ষীয়ান অভিনেতা এখন সুস্থতার পথে। আর সবাইকে তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা এবং দোয়া করার অনুরোধ করেছেন সায়রা বানু। গত ২৯ জুন শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টের কারণে ৯৮ বছর বয়সী অভিনেতা দিলীপ কুমারকে মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবীণ এই অভিনেতাকে আইসিইউ বিভাগে রাখা হয়েছে।
গতকাল অর্থাৎ সোমবার রাতে সায়রা বানু টুইট করে দিলীপ কুমারের বর্তমান শারীরিক অবস্থার কথা তাঁর অনুরাগীদের জানান।
সায়রা জানান, ‘ওপরওয়ালার অশেষ কৃপা আর আশীর্বাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। দিলীপ সাহেবের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আমরা এখনো হাসপাতালে আছি। আপনাদের প্রার্থনা আর দোয়ার জন্য অনুরোধ করছি, যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান।’
গত শনিবার সংবাদ সংস্থা এএনআই-কে সায়রা বানু জানিয়েছিলেন, দিলীপ কুমারের অবস্থা এখন স্থিতিশীল। দিলীপ কুমারের শারীরিক অবস্থার প্রসঙ্গে সায়রা বানু সেদিন বলেছেন, ‘ওর শারীরিক অবস্থা ভালো। তবে আজ ওকে ডিসচার্জ করা হবে না।’
তিনি আরও বলেছেন, ‘দিলীপ সাহেবের শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল। এখনো উনি আইসিইউতে আছেন। আমরা ওনাকে বাড়িতে নিয়ে যেতে চাই। তবে চিকিৎসকের অনুমতির অপেক্ষায় আছি। কারণ, ওনারাই সাহেবের শারীরিক অবস্থার কথা বেশি ভালো জানেন। চিকিৎসকেরা অনুমতি দিলে আমরা ওনাকে বাড়িতে নিয়ে যাব। তবে আজ ওনাকে ডিসচার্জ করা হবে না। ওনার অনুরাগীদের প্রার্থনার প্রয়োজন। উনি খুব শিগগির বাড়িতে ফিরবেন।’
এই কিংবদন্তি অভিনেতার বয়স এখন ৯৮ বছর। ‘জোয়ার ভাটা’, ‘আন’, ‘আজাদ’, ‘দেবদাস’, ‘আন্দাজ’, ‘মুঘল ই আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘ক্রান্তি’, ‘কর্মা’, ‘শক্তি’, ‘সওদাগর’, ‘মশাল’সহ ৫০-এর বেশি বলিউড ছবিতে তিনি কাজ করেছেন।
তপন সিনহা পরিচালিত বাংলা ছবি ‘সাগিনা মাহাতো’তে দিলীপ কুমার অভিনয় করেছিলেন। এই কালজয়ী ছবিতে তাঁর নায়িকা ছিলেন সায়রা বানু। আটবার তিনি সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার জয় করেছেন। হিন্দি সিনেমাজগতের সবচেয়ে বড় সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারেও তাঁকে সম্মানিত করা হয়। ২০১৫ সালে সরকার দিলীপ কুমারকে দেশের দ্বিতীয় বড় সম্মান ‘পদ্মভূষণ’-এ সম্মানিত করে।