তিন মাসের প্রস্তুতি

‘দিল বেচারা’য় সুশান্তের সঙ্গে সানজানা সাংঘি।
ছবি: ইনস্টাগ্রাম

ইমতিয়াজ আলীর ‘রকস্টার’ ছবি দিয়ে বলিউড–ভ্রমণ শুরু করেছিলেন অভিনেত্রী সঞ্জনা সাংঘি। এ ছবিতে শিশুশিল্পী হিসেবে তাঁকে দেখা গেছে। এরপর বার বার দেখো, ‘হিন্দি মিডিয়াম’, ‘ফুকরে রিটার্নস’ ছবিগুলোতে পার্শ্বচরিত্রে সবার নজর কেড়েছিলেন তিনি। তবে নায়িকা হিসেবে তাঁর অভিষেক ছবি ছিল ‘দিল বেচারা’। মুকেশ ছাবরা পরিচালিত এ ছবিতে তিনি প্রয়াত বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধেছিলেন। সুশান্তর জীবনে এটাই ছিল শেষ ছবি। সঞ্জনার আগামী ছবির মুক্তির দিনক্ষণ প্রায় ঘনিয়ে এসেছে। এ ছবির জন্য নিবিড় অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয়েছে সঞ্জনাকে।

‘রাষ্ট্র কবচ ওম’ ছবিতে হাড় হিম করা অ্যাকশন করতে দেখা যাবে সঞ্জনাকে

আগামী ১ জুলাই মুক্তি পাবে কপিল ভার্মা পরিচালিত অ্যাকশনধর্মী ছবি ‘রাষ্ট্র কবচ ওম’। আর এ ছবিতে পরিচালক উপহার দিতে চলেছেন আদিত্য রায় কাপুর আর সঞ্জনার তাজা জুটি। রাষ্ট্র কবচ ওম ছবিতে এই দুই তারকাকেই হাড় হিম করা অ্যাকশন করতে দেখা যাবে। এর আগে সঞ্জনাকে দিল বেচারা ছবিতে এক নিরীহ, রুগ্‌ণ মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল।

‘রাষ্ট্র কবচ ওম’ ছবিতে সঞ্জনার সঙ্গে আছেন আদিত্য রায় কাপুরও

এ ছবিতে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তবে এবার সিনেমাপ্রেমীরা সঞ্জনাকে সম্পূর্ণ অন্যভাবে আবিষ্কার করতে চলেছেন ‘রাষ্ট্র কবচ ওম’ ছবিতে। এ ছবিতে তাঁকে কাব্য নামে এক তরুণীর ভূমিকায় দেখা যাবে। পর্দায় কাব্য হয়ে ওঠার জন্য টানা তিন মাস সঞ্জনাকে পেশাগতভাবে প্রশিক্ষণ নিতে হয়েছে। এ ছবির দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যগুলো নিখুঁত করার জন্য প্রচুর ঘাম ঝরাতে হয়েছে তাঁকে। চরিত্রের প্রয়োজনে সঞ্জনাকে মার্শাল আর্ট, অ্যাকশনের বিভিন্ন ধারা শিখতে হয়েছে।

ছবির জন্অয স্ত্র চালানোয় রীতিমতো পারদর্শী হয়ে উঠেছেন সঞ্জনা

এমনকি ‘রাষ্ট্র কবচ ওম’ ছবিতে তাঁকে ভারী অস্ত্র নিয়ে অ্যাকশন করতে দেখা যাবে। আর এর জন্য অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছেন বলিউডের এই নায়িকা। তাই সব মিলিয়ে এ ছবিতে এক বড়সড় চমক দিতে চলেছেন সঞ্জনা। ‘রাষ্ট্র কবচ ওম’ ছবিতে তাঁর প্রস্তুতি আর প্রশিক্ষণ নিয়ে সঞ্জনা বলেন, ‘কপিল ও আহমেদ স্যার (প্রযোজক) কাব্য চরিত্রের জন্য আমার প্রতি আস্থা রেখেছেন, এটা আমার সবচেয়ে বড় পাওনা। আমার ক্যারিয়ারে এটা সবচেয়ে অনন্য যাত্রা বলতে পারি। কাব্যর জন্য ঘণ্টার পর ঘণ্টা ধরে আমি অ্যাকশনের প্রচুর ধারা শিখেছি। এখন বিভিন্ন অস্ত্র চালানোয় রীতিমতো পারদর্শী হয়ে উঠেছি আমি। আর এই সবকিছু করার পর আমি অন্তর থেকে আরও শক্তিশালী হয়ে উঠেছি। আমি মনে করি, ছবিতে কাব্যকে দেখার পর আমাদের দেশের প্রত্যেক তরুণী অনুপ্রাণিত হবে আর তারা নিজেদের জন্য লড়াই করতে উদ্বুদ্ধ হবে।’
অ্যাকশন থ্রিলারধর্মী ছবি ‘রাষ্ট্র কবচ ওম’-এ আদিত্য রায় কাপুর, সঞ্জনা ছাড়া আছেন জ্যাকি শ্রফ, আশুতোষ রানা। সঞ্জনাকে আগামী দিনে `ধাক ধাক আর মাঞ্ঝা' ছবিতে দেখা যাবে।

সঞ্জনাকে আগামী দিনে দেখা যাবে `ধাক ধাক আর মাঞ্ঝা' ছবিতে