ইন্টারনেটে তাঁর বহু ভক্ত। ‘বিগ বস-১৩’তে নিজেকে তিনি পরিচয় করিয়েছিলেন ‘পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ’ হিসেবে। এই রিয়েলিটি শোর মঞ্চ থেকেই পরিচিতি আর এখান থেকে জনপ্রিয়তা তৈরি হয় শেহনাজ গিলের। এখন সেই তারকাখ্যাতি দারুণ উপভোগ করছেন পাঞ্জাবি এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন তিনি।
নিজের জনপ্রিয়তা প্রসঙ্গে শেহনাজ বলেন, ‘আমাকে যেন সবাই চেনে, এ জন্যই আমি উৎসুক ছিলাম। এ রকম নামযশের জন্য অধীর হয়ে অপেক্ষা করছিলাম। আজ যে খ্যাতি, ভালোবাসা পাচ্ছি, তা আমার দারুণ লাগছে। আমি আজকের এই মুহূর্তকে উপভোগ করছি। আমি সব সময় চেয়েছিলাম এমন কিছু করব, যার জন্য সবাই আমাকে পছন্দ করবে।’ তবে তিনি এ–ও বলেছেন, ‘আজ আমার অনেক নামডাক। তার মানে এই নয় যে আমার মাথা ঘুরে গেছে।’
খ্যাতি যেন ব্যক্তি বা অভিনেত্রী শেহনাজকে ছাড়িয়ে না যায়, সে ব্যাপারে ভীষণ সজাগ এই অভিনেত্রী। শেহনাজ বলেন, ‘আজ আমার একটা কিছু নিয়ে অনেকে ভিডিও বানায়। আমাকে ভালোবাসায় ভরিয়ে দেয়। আমি এর সবটুকু উপভোগ করি। তবে এই খ্যাতিকে আমি কখনো মাথায় চড়তে দেব না। কারণ, আমি জানি আজ আমি এই জায়গায় আবার কাল আমার সঙ্গে যেকোনো কিছু ঘটতে পারে।’
ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘একবার ভাবুন, কিছুদিন আগে অনেকে বলত, আমি ঠিকঠাক কথা বলতে পারি না। অনেকে ব্যঙ্গাত্মক সুরে বলত, এ বাবা, তোমার উচ্চারণ যেন কেমন। লোকে আমাকে নিয়ে হাসাহাসি করত। আজ তারাই আমার শক্তি হয়ে উঠেছে। তাই অন্যকে নিয়ে উপহাস বা মজা করা উচিত নয়।’
শিগগিরই বলিউডে পা রাখতে যাচ্ছেন শেহনাজ। সালমান খানের হাত ধরে হিন্দি সিনেমার জগতে অভিষেক হতে যাচ্ছে তাঁর। তাঁকে দেখা যাবে কাভি ঈদ কাভি দিওয়ালি ছবিতে। সেখানে সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মার সঙ্গে অভিনয় করবেন শেহনাজ। ছবির আরেক নায়িকা পূজা হেগড়ে।