ভারতের দক্ষিণি সিনেমায় ঝলমলে উপস্থিতি তাঁর। গ্ল্যামারের বাইরে তাঁকে কল্পনা করাও দায়! তিনি অভিনয় করতে চলেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে। নওয়াজকে যাঁরা চেনেন, তাঁরা জানেন, গ্ল্যামারের বাইরের জগতেই তাঁর হাঁটাচলা, অভিনয় যেখানে মূল কথা। তাঁর সঙ্গেই জুটি বাঁধছেন তামান্না ভাটিয়া। অবাক হওয়ার মতো কথা। অবাক করেছিল তামান্নাকেও। একসঙ্গে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পরে তাঁর মনে হয়েছিল, কেউ তাঁর সঙ্গে মজা করছে।
তামান্না বলেন, ‘প্রথম যখন আমাকে বলা হয়, আমার বিপরীতে অভিনয় করবেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, আমি ভেবেছি কেউ হয়তো আমার সঙ্গে মজা করছে। তো আমি নিশ্চিত হওয়ার জন্য ভালো করে দেখলাম। পরে বুঝলাম, না এটা সঠিক প্রস্তাব। আমি তো নওয়াজ স্যারের পাগলা ভক্ত।’
দুজনকে দেখা যাবে বোলে চুড়িয়া ছবিতে। বেশ কয়েক বছর ধরেই তামান্না চেষ্টা করছেন বলিউডে থিতু হতে। দক্ষিণি ছবিতে নিজেকে চিনিয়েছেন। এখন অপেক্ষা হিন্দি সিনেমার দর্শকের মন জয় করার। সেই যাত্রাই শুরু করেছেন আটঘাট বেঁধে। দক্ষিণি সিনেমাতে জনপ্রিয় হলেও বলিউডে এখনো কোনো ভালো চরিত্র করে উঠতে পারেননি তিনি। তাই এই ছবির জন্য মরিয়া দক্ষিণি এই নায়িকা। বললেন ছবির নতুন চরিত্রটি নিয়েও। তিনি বলেন, ‘আমি জানি, বাহুবলী সিনেমাতে আমার অভিনয় ছিল অনেক বড় কিছু। কিন্তু এই সিনেমাতে আমি একদমই অন্য রকম একটি চরিত্র করছি। এই ছবির ঘরানাগুলোও একদম ভিন্ন। এটা হিন্দি ছবি। আমি চাই, দর্শকেরা আমাকে নতুন হিসেবে দেখুক। আমি চাই, দর্শকেরা চরিত্রটির আবেগ নিয়ে মেতে থাকুক, আমার অভিজ্ঞতা নিয়ে যেন মাথা না ঘামায়।’
তামান্নার সঙ্গে দেখা যাবে এই সময়ের বলিউডের অন্যতম তারকা অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীকে। নওয়াজের অভিনয় দেখে অবাক তামান্না। তিনি বলেন, ‘নওয়াজ স্যারের অভিনয় দেখে তো আমি অবাক। এত সাবলীলভাবে কীভাবে অভিনয় করেন তিনি! আমি ভাবছি, শুটিং করতে করতেই তার অভিনয়ের গোপন কৌশল জেনে যাব।’
ছবিটিতে প্রথমে ভাবা হয়েছিল মৌনী রায়কে। তিনি অনিশ্চিত হয়ে পড়লে সে জায়গা দেওয়া হয় তামান্নাকে। ছবিতে একটি অতিথি চরিত্রে দেখা যেতে পারে বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপকে।
সূত্র: মাসালা