‘ডেটিং অ্যাপে নেই, ছিলামও না’

লারা দত্ত
সংগৃহীত।

মিম আর মেসেজে ভরে উঠেছে বলিউড অভিনেত্রী লারা দত্তের সামাজিক যোগাযোগমাধ্যমের ফিড। ঘটনা কী? এই বলিউড অভিনেত্রীর নাকি ডেটিং অ্যাপে প্রোফাইল আছে। এ নিয়ে সরগরম বলিউড।

এই ঘটনায় সাংঘাতিক বিরক্ত লারা দত্ত। এই ঘটনা ছড়িয়ে পড়ার পরপরই ফোনের পরে ফোন আসে লারার কাছে। আর তার উত্তর দিতে দিতে হাঁপিয়ে ওঠেন তিনি। অবশেষে নিজেই বের করলেন একটা পদ্ধতি। অনলাইনে এসে পুরো বিষয়টি নিয়ে বলে দিলেই তো হয়!

এরপর গতকাল সোমবার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি ভিডিও। সেখানে বলেছেন, ‘আমি? ডেটিং সাইটে? সত্যি না কল্পনা? গতকাল পর্যন্ত মিম ও মেসেজে ভেসে গিয়েছে আমার ফিড। সবাই আমাকে বলেছে, ডেটিং সাইটে নাকি আমার একটি প্রোফাইল আছে। এক্কেবারে উদ্ভট একটা ব্যাপার। এগুলো দেখে গতকাল থেকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বারবার সবাইকে বোঝাতে হচ্ছিল সত্যিটা আসলে কী। একটা সময় মনে হলো, অনলাইনে এসে এই ভিডিওর মাধ্যমে জানাই সত্যটা কী। আপনাদের বলতে চাই, আমি কোনো ধরনের ডেটিং অ্যাপে নেই। অতীতেও কোনো ডেটিং অ্যাপে ছিলাম না।’

এই অ্যাপে লারার প্রোফাইল নেই, তবে তাঁর ছবিওয়ালা ওই প্রোফাইল কার? সে হদিস অবশ্য করা যায়নি। তবে তিনি এটাও জানিয়েছেন, এই অ্যাপগুলোর বিরোধী তিনি নন। এগুলোকে নতুন মানুষের সঙ্গে আলাপ করার ভালো মাধ্যম মনে করেন তিনি। লারা বলেন, ‘এই মুহূর্তে আমি নিজে কোনো ডেটিং অ্যাপে নেই। এত মিম দেখে আমি সত্যিই ভীষণ অবাক হয়েছি। একটাই কথা বলতে চাই, এগুলো সত্য নয়। আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো ডেটিং অ্যাপে নেই।’

হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলিউড অভিনেত্রী লারা দত্ত

অক্ষয় কুমার অভিনীত ‘বেল বটম’ ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন লারা দত্ত। ইন্দিরার চরিত্রে তাঁর প্রথম ঝলক যখন বেরোয়, তখনই সেটি বেশ প্রশংসিত হয়েছিল। ওয়েবে ডিজনি প্লাস হটস্টারের হানড্রেড সিরিজ দিয়ে লারা দত্তের অভিষেক হয়।