ডালে-ভাতে শাহরুখপুত্রের দিন

অভিযুক্ত ব্যক্তিদের জন্য ন্যাশনাল হিন্দু রেস্তোরাঁ থেকে সাধারণ খাবার আসে। আরিয়ান খানের জন্যও সেই খাবারই আসছে।
ইনস্টাগ্রাম

মাদক মামলায় অভিযুক্ত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) হেফাজতে আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান। এনসিবির হেফাজতে থাকাকালীন তাঁকে ঘিরে কিছু খবর শোনা যাচ্ছে।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিদের জন্য ন্যাশনাল হিন্দু রেস্তোরাঁ থেকে সাধারণ খাবার আসে। আরিয়ান খানের জন্যও সেই খাবারই আসছে। এই মামলায় অভিযুক্ত আরিয়ানের দুই বন্ধু মুনমুন ধামেচা আর আরবাজ মার্চেন্টের জন্যও একই খাবারের বন্দোবস্ত করা হয়েছে। জানা গেছে, আরিয়ানসহ সবাই সাধারণ ডাল-ভাত খাচ্ছেন।

তবে এ খবরও উঠে এসেছে, একবার আরিয়ানের জন্য স্থানীয় এক রেস্তোরাঁ থেকে বিরিয়ানি আনিয়ে ছিল এনসিবি। কারণ এনসিবির দপ্তরে বাসায় তৈরি খাবার অভিযুক্ত ব্যক্তিদের দেওয়ার অনুমতি নেই।

একবার আরিয়ানের জন্য স্থানীয় এক রেস্তোরাঁ থেকে বিরিয়ানি আনিয়ে ছিল এনসিবি।
ছবি: ইনস্টাগ্রাম

জানা গেছে, এনসিবির কর্মকর্তাদের কাছে পড়ার জন্য বিজ্ঞানের কিছু বই চেয়েছিলেন শাহরুখপুত্র। তাঁর জন্য বিজ্ঞানের বইয়ের বন্দোবস্ত করেছেন কর্মকর্তারা। আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থাও তাঁরা আরিয়ানের জন্য করেছেন।

শাহরুখের এই চরম বিপদের সময় চলচ্চিত্রজগতের তারকাদের পাশাপাশি অগুণিত ভক্তরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। একাধিক বলিউড তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন প্রকৃত সত্য না আসা পর্যন্ত আরিয়ান খানকে যেন দোষী করা না হয়। রাজনৈতিক ব্যক্তিত্ব তথা কংগ্রেস সাংসদ শশি থারুরও শাহরুখ খানকে তাঁর সমবেদনা জানিয়েছেন।

ছেলে আরিয়ান খানের সঙ্গে শাহরুখ খান।

শনিবার রাতে এক বিলাসবহুল প্রমোদতরীতে আয়োজিত মাদক পার্টিতে গুপ্ত অভিযান চালিয়েছিল এনসিবি। এই পার্টি থেকে আরিয়ানসহ অনেককে আটক করেছিল তারা। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর আরিয়ান খান, অভিনেতা আরবাজ মার্চেন্ট, মডেল মুনমুন ধামেচাসহ অনেককে গ্রেপ্তার করে এনসিবি। ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ান, মুনমুন আর আরবাজকে এনসিবির হেফাজতে থাকতে হবে।

এনসিবির কর্মকর্তাদের কাছে পড়ার জন্য বিজ্ঞানের কিছু বই চেয়েছিলেন শাহরুখপুত্র।