জন্মদিনে ছবিগল্পে সানি লিওনি

সানি লিওনির আসল নাম করেনজিত কৌর ভোহরা। ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় ও মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং সাবেক পর্ন তারকা। তিনি ১৯৮১ সালের ১৩ মে কানাডার অন্টারিওর সার্নিয়া শহরের এক শিখ–পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন
সানি লিওনির আসল নাম করেনজিত কৌর ভোহরা। ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় ও মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং সাবেক পর্ন তারকা। তিনি ১৯৮১ সালের ১৩ মে কানাডার অন্টারিওর সার্নিয়া শহরের এক শিখ–পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন
সানির বাবার জন্ম তিব্বতে, শৈশব কেটেছে দিল্লিতে। মা ছিলেন হিমাচল প্রদেশের সিরমৌর জেলার বাসিন্দা
ক্যারিয়ারের শুরুতে পেন্টহাউস ম্যাগাজিনের ২০০১ সালের মার্চ সংস্করণের প্রচ্ছদকন্যা হিসেবে সানি ক্যামেরার সামনে দাঁড়ান। মডেল ও পর্ন তারকা হিসেবে কাজ করার জন্য সানি নামটির সঙ্গে লিওনি জুড়ে দেন পেন্টহাউস ম্যাগাজিনের সাবেক মালিক বব গুচ্চিওনে
পরে সানি অনেক ম্যাগাজিনের কাভার গার্ল হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন। সেগুলোর মধ্যে চেরি, মায়েস্টিকু ম্যাগাজিন, হাই সোসাইটি, এভিএন অনলাইন, লেগ ওয়ার্ল্ড, ক্লাব ইন্টারন্যাশনাল ও লোরিডার অন্যতম। তিনি মূলধারার বেশ কয়েকটি চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে কাজ করেছেন
২০০৩ সাল থেকে সানি লিওনির ক্যারিয়ার অন্য রকম মাত্রা পেতে শুরু করে। পর্নোগ্রাফি চলচ্চিত্র জগতের অন্যতম নির্মাতা প্রতিষ্ঠান ভিভিড এন্টারটেইনমেন্টের সঙ্গে তিন বছরের একটি চুক্তি সই করেন। চুক্তির শর্ত ছিল, তিনি কেবল সমকামী নারীর চরিত্রে অভিনয় করবেন
সানি অভিনীত প্রথম ছবির নাম ছিল ‘সানি’, যেটি ২০০৫ সালের ডিসেম্বর মাসে মুক্তি পায়। তার পরের ছবির নাম ‘ভার্চ্যুয়াল ভিভিড গার্ল সানি লিওনি’। এভাবে কোনো অভিনেত্রীর নামে ছবি প্রকাশের ঘটনা ভিভিডের ইতিহাসে প্রথম। এই ছবি তাঁকে এভিএন পুরস্কার এনে দেয়। পরে ‘সানি ইন ব্রাজিল’ এবং ‘দ্য সানি এক্সপেরিমেন্ট’ নামের দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেগুলো ২০০৭ সালে মুক্তি পায়
২০০৭ সালের মার্চে সানি ভিভিড এন্টারটেইনমেন্টের সঙ্গে ৬টি সিনেমার চুক্তি করেন। ‘সানি লাভস ম্যাট’ ছবিতে তিনি প্রথম কোনো পুরুষ অভিনেতার সঙ্গে অভিনয় করেন। এই ছবির জন্য ২০০৯ সালের সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ছবিগুলোতে সানির সহশিল্পী ছিলেন ম্যাট, যাঁর সঙ্গে আংটিবদলও হয়েছিল। তবে একসময় তিনি উপলব্ধি করেন, ম্যাটের সঙ্গে একটানা অভিনয় তার জনপ্রিয়তা কমিয়ে দিচ্ছে। এরপর তিনি অন্য অভিনেতাদের সঙ্গেও অভিনয় শুরু করেন
২০০৬ সালের জুন মাসে সানি লিওনি মার্কিন নাগরিকত্ব পান। পাশাপাশি কানাডায় দ্বৈত নাগরিক হিসেবে বাস করার পরিকল্পনা করেন। ২০১০ সালে সানি বিশ্বসেরা ১০ পর্ন তারকার একজন নির্বাচিত হন
২০১২ সালের ১৪ এপ্রিল সানি দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে নিজেকে ভারতের অধিবাসী ঘোষণা করেন
বর্তমানে তিনি ভারতে বাস করছেন, কাজ করছেন হিন্দি সিনেমায়। ২০১২ সালে পূজা ভাটের থ্রিলার ‘জিসম ২’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর বলিউড অভিষেক
২০১১ সালের ২০ জানুয়ারি সানি বিয়ে করেন ড্যানিয়েল ওবেরয়কে
একজন দত্তক সন্তানসহ ড্যানিয়েল ওবেরয় ও সানির তিন সন্তান