অবশেষে মৌনি রায়ের জীবনে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এল। আজ সাতসকালে সাত পাকে বাঁধা পড়লেন টেলিভিশন তথা বলিউড অভিনেত্রী মৌনি রায়। দুবাইয়ের ব্যাংকার তথা ব্যবসায়ী সুরজ নামবিয়ারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। গোয়ার পাঁচতারা হোটেলে মৌনি আর সুরজের ঝলমলে বিয়ের আসর বসেছে সন্ধ্যায়। বেঙ্গালুরুর জৈন পরিবারের ছেলে সুরজ। তাই তাঁরা দুই পরিবারের আচার ও রীতি মেনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ সকালে মালয়ালম রীতি মেনে মৌনি ও সুরজের বিয়ে হয়। বিকেলে তাঁরা বাঙালি রীতি মেনে বিয়ে করছেন। দুই সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে তাঁদের বিয়ের আসরে। এই নব দম্পতির বিয়ের গায়েহলুদের অনুষ্ঠান থেকে বিয়ের নানান রঙিন মুহূর্তের ছবি তুলে ধরা হলো।