ছবিতে মৌনির বিয়ে ও গায়ে হলুদ

অবশেষে মৌনি রায়ের জীবনে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এল। আজ সাতসকালে সাত পাকে বাঁধা পড়লেন টেলিভিশন তথা বলিউড অভিনেত্রী মৌনি রায়। দুবাইয়ের ব্যাংকার তথা ব্যবসায়ী সুরজ নামবিয়ারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। গোয়ার পাঁচতারা হোটেলে মৌনি আর সুরজের ঝলমলে বিয়ের আসর বসেছে সন্ধ্যায়। বেঙ্গালুরুর জৈন পরিবারের ছেলে সুরজ। তাই তাঁরা দুই পরিবারের আচার ও রীতি মেনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ সকালে মালয়ালম রীতি মেনে মৌনি ও সুরজের বিয়ে হয়। বিকেলে তাঁরা বাঙালি রীতি মেনে বিয়ে করছেন। দুই সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে তাঁদের বিয়ের আসরে। এই নব দম্পতির বিয়ের গায়েহলুদের অনুষ্ঠান থেকে বিয়ের নানান রঙিন মুহূর্তের ছবি তুলে ধরা হলো।

দক্ষিণি বধূর সাজে বাঙালি কন্যা মৌনি রায়। সব্যসাচীর ডিজাইন করা সোনালি-লাল পাড় সাদা বেনারসি শাড়িতে উজ্জ্বল তিনি। আর তার সঙ্গে ছিল মানানসই সোনার অলংকার। সুরজের পরনে তসর রঙের পাঞ্জাবি আর সাদা লুঙ্গি।
দক্ষিণি বধূর সাজে বাঙালি কন্যা মৌনি রায়। সব্যসাচীর ডিজাইন করা সোনালি-লাল পাড় সাদা বেনারসি শাড়িতে উজ্জ্বল তিনি। আর তার সঙ্গে ছিল মানানসই সোনার অলংকার। সুরজের পরনে তসর রঙের পাঞ্জাবি আর সাদা লুঙ্গি।
মালয়ালম রীতি মেনে সাত পাকে বাঁধা পড়লেন মৌনি আর সুরজ। মৌনির গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছেন সুরজ।
মৌনির সঙ্গে জনপ্রিয় মিট ব্রাদার্সের এক গায়ক। তিনিও দক্ষিণি সাজে সেজে উঠেছেন।
মৌনির বিয়ের আসরে আত্মীয়স্বজন ছাড়া বিনোদনজগতের অনেকেই উপস্থিত ছিলেন। মৌনির ঘনিষ্ঠ বান্ধবী মন্দিরা বেদীর সঙ্গে সুরজের বন্ধুত্বের আলিঙ্গন।
গায়েহলুদের অনুষ্ঠানে মৌনি আর মন্দিরার এক সুন্দর মুহূর্ত।
সাত পাকে বাঁধা পড়ার কিছু আগে সুরজের সঙ্গে এক উষ্ণ মুহূর্তের ছবি মৌনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। এভাবেই হবু বরকে মৌনি বিশ্ববাসীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। এই ছবিতে দেখা গেছে, সুইমিংপুলের ধারে সাদা পাঞ্জাবিতে সুরজ আর লাল ওড়নায় রক্তিম মৌনি। এই হবু দম্পতি একে অপরকে আলিঙ্গন করে আছেন। ছবির ক্যাপশনে মৌনি লিখেছেন, ‘এভরিথিং’।
মৌনির কাছের বন্ধু তথা টেলিভিশন তারকা অর্জুন বিজলানি তাঁর গায়ে হলুদ লাগাচ্ছেন। তাঁদের বন্ধুত্বের সুন্দর এক মুহূর্ত ধরা পড়েছে এই আসরে।
মৌনির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন সুরজ। সত্যি চোখ ফেরানো দায়।
নেট দুনিয়ায় হরহামেশাই সাহসী হয়ে উঠতে দেখা যায় মৌনিকে। তাঁর ছবি নেট দুনিয়ার উত্তাপ কয়েক শ গুণ বাড়িয়ে দেয়। তবে এখানে বধূর বেশে লাজুক মৌনি
মৌনি আর মন্দিরাকে দুপাশে নিয়ে সুরজ। মন্দিরাও সেজে উঠেছেন দক্ষিণি সাজে।
সুরজের এক গালে স্ত্রী মৌনি ভালোবাসার চুম্বন এঁকে দিচ্ছেন। আর তাঁর অপর গালে বন্ধুত্বের চুম্বন দিচ্ছেন মন্দিরা বেদী।