চলুন যাই বিগ বস-এর অন্দরে

প্রতিবার কালার্স চ্যানেলের জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস'-কে ঘিরে থাকে প্রবল উন্মাদনা। প্রতিনিয়ত এই শো-টিকে ঘিরে নানান চমকদার খবর উঠে আসে। এবারের বিগ বস-এর আসরে কোন কোন প্রতিযোগী আসতে চলেছেন, তাদের পারিশ্রমিক কত, বিগ বস-এর থিম কি, সঞ্চালক সালমান খান কত পারিশ্রমিক নিচ্ছেন এই সব নানান প্রশ্ন সকলের মনে উঁকিঝুঁকি মারে। আর একটা কৌতূহল সকলের মনে থাকে যে কীভাবে সাজানো হয়েছে এবারে বিগ বস হাউসের অন্দরমহল। চলুন এবার বিগ বস-এর অন্দরে ঢুঁ মারা যাক।

হাউসের হেঁশেল থেকে বাগান সবকিছু যত্ন করে সাজিয়ে তোলা হয়।
হাউসের হেঁশেল থেকে বাগান সবকিছু যত্ন করে সাজিয়ে তোলা হয়।
বিগ বস হাউসের কোনায় কোনায় লুকিয়ে থাকে নানান চমক।
প্রতিবার নতুন নতুন ভাবনাচিন্তা নিয়ে হাজির হয় কালার্স চ্যানেল। এবারে অর্থাৎ 'বিগ বস ১৫' র থিম 'জঙ্গল'।
জঙ্গলের আদলে সাজিয়ে তোলা হয়েছে এবারের বিগ বস হাউস।
জঙ্গল মানেই বাঁকে বাঁকে লুকিয়ে আছে রহস্য আর বিপদ। তাই 'বিগ বস' হাউসকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রতিযোগীরা প্রতি মুহূর্তে বিপদের ‘স্বাদ’ পান। প্রথম দিন থেকেই তাদের নানান বিপদের মুখোমুখি হতে হবে
সবুজে মুড়িয়ে দেওয়া হয়েছে এবারের বিগ বস হাউস।
বড় বড় গাছ, ঘাস, বাবুই পাখির বাসার মতো দোলনা, পুকুরের মধ্যে পদ্ম ফুল, গোপন দরজা সব মিলিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছেন প্রতিযোগীরা।
'বিগ বস' হাউস ডিজাইন করেছেন চিত্রনির্মাতা উমঙ্গ কুমার আর বনিতা উমঙ্গ কুমার।
আজ ২ অক্টোবর রাত সাড়ে ৯টায় কালার্স চ্যানেলে শুরু হতে চলেছে 'বিগ বস ১৫ '।