প্রতিবার কালার্স চ্যানেলের জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস'-কে ঘিরে থাকে প্রবল উন্মাদনা। প্রতিনিয়ত এই শো-টিকে ঘিরে নানান চমকদার খবর উঠে আসে। এবারের বিগ বস-এর আসরে কোন কোন প্রতিযোগী আসতে চলেছেন, তাদের পারিশ্রমিক কত, বিগ বস-এর থিম কি, সঞ্চালক সালমান খান কত পারিশ্রমিক নিচ্ছেন এই সব নানান প্রশ্ন সকলের মনে উঁকিঝুঁকি মারে। আর একটা কৌতূহল সকলের মনে থাকে যে কীভাবে সাজানো হয়েছে এবারে বিগ বস হাউসের অন্দরমহল। চলুন এবার বিগ বস-এর অন্দরে ঢুঁ মারা যাক।