গোবিন্দের ছবি নিয়ে চক্রান্ত কেন?

‘রঙ্গিলা রাজা’ ছবির দৃশ্য
‘রঙ্গিলা রাজা’ ছবির দৃশ্য

‘বন্ধু আমির খান আর সালমান খান আমাকে জিজ্ঞেস করেছিল, ছবিটি এত দিন মুক্তি পায়নি কেন। আমি চুপ করে ছিলাম।’ বললেন বলিউডের একসময়ের জনপ্রিয় তারকা গোবিন্দ। কোন ছবি? গোবিন্দ জানালেন, ছবির নাম ‘রঙ্গিলা রাজা’। তিনি ছবিটির কাজ করেছিলেন নয় বছর আগে। তাঁর মতে, ওই সময় ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হলে হয়তো ব্যবসায়িক দিক থেকে সাফল্য পাওয়া যেত। ছবিটি মুক্তি দেওয়া যায়নি কেন? গতকাল শনিবার মুম্বাইয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গোবিন্দ অভিযোগ করে বললেন, ‘আমার ছবি রিলিজ হোক, তা ইন্ডাস্ট্রির কেউ কেউ চান না।’ এ সময় তাঁর পাশে ছিলেন ‘রঙ্গিলা রাজা’ ছবির পরিচালক ও ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) সাবেক চেয়ারম্যান পেহলাজ নিহালানি।

‘রঙ্গিলা রাজা’ ছবিটি ১৬ নভেম্বর মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়। এদিকে ছবিটির ছাড়পত্র আটকে দিয়েছে সিবিএফসি। প্রতিষ্ঠানটি ছবিটির ২০টি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু এই নির্দেশের বিরোধিতা করেছেন পেহলাজ নিহালানি। আগামীকাল সোমবার তিনি সিবিএফসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে যাবেন।

সংবাদ সম্মেলনে গোবিন্দ আরও জানান, ‘স্যান্ডউইচ’ নামে তাঁর অভিনীত আরেকটি ছবি তৈরি হয় ২০০৩ সালে। কিন্তু ছবিটি মুক্তি দিতে তিন বছর অপেক্ষা করতে হয়েছিল।

সংবাদ সম্মেলনে গোবিন্দ, মিশিকা চৌরাশিয়া ও পেহলাজ নিহালানি

বলিউডের চিত্রনায়ক গোবিন্দ ২০০৪ সালে কংগ্রেস পার্টি থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন। জানালেন, এখন তিনি রাজনীতি থেকে অনেক দূরে। রাজনীতিতে অংশ নেওয়া ছিল তাঁর জন্য বড় ভুল। এর নেতিবাচক প্রভাব পড়ে তাঁর অভিনয়জীবনে। এখনো সেই রেশ রয়ে গেছে। তাঁর ছবির সংখ্যা কমে গেছে। ছবির শুটিং নিয়ে তেমন ব্যস্ততা নেই। গোবিন্দ বললেন, ‘আমি যাতে কাজ করতে না পারি, তা নিয়ে চক্রান্ত অনেক পুরোনো। কিন্তু আমিও ছেড়ে দেব না। লড়াই করে যাব।’

গত ১২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গোবিন্দ অভিনীত কমেডি ছবি ‘ফ্রাইডে’। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ১১ মে। মুক্তির পর এই ছবির রেটিং হয় ৩.৫, কিন্তু তার পরও যথেষ্ট পরিমাণ প্রেক্ষাগৃহ পায়নি ছবিটি। প্রেক্ষাগৃহের মালিকদের যুক্তি, ‘গোবিন্দের ছবি দেখতে যথেষ্ট দর্শক এখন আর আসে না।’

ছবি নিয়ে নিজের খারাপ অভিজ্ঞতা প্রসঙ্গে গোবিন্দ বললেন, ‘ছবি নিয়ে আমাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। বিভিন্ন সময় আমাকে বলা হয়েছে, প্রডিউসারের সঙ্গে ঝামেলা হচ্ছে। আমার ছবি নিয়ে আইনি ঝামেলা হয়েছে। আমার অনেক ছবি আজ পর্যন্ত দিনের আলো দেখেনি।’

‘রঙ্গিলা রাজা’ ছবির দৃশ্যে গোবিন্দ

সংবাদ সম্মেলনে গোবিন্দ আরও বললেন, ‘ছোটবেলায় শিখেছিলাম, এসব ভাগ্যের ওপর নির্ভর করে। তাই সামনের দিকে তাকিয়ে আমাকে কাজ করে যেতে হবে। তা-ই করছি।’

‘রঙ্গিলা রাজা’ ছবিতে অভিনয় করেছেন গোবিন্দ, শক্তি কাপুর, মিশিকা চৌরাশিয়া, দিগঙ্গনা সূর্যবংশী প্রমুখ।