গোপন কথাটি ফাঁস, সত্যি তাঁরা প্রেম করছেন

সোনাক্ষী আর জাহিরের প্রেমের খবর নিয়ে বেশ কিছুদিন ধরে বলিপাড়ায় গুঞ্জন ছিল। এত দিন তাঁরা এই প্রেমের কথা গোপন রেখেছিলেন। কিন্তু পাপারাজ্জিদের নজর এড়াতে পারেননি এই জুটি। বিভিন্ন সময়ে তাঁরা পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন।

জাহির স্পষ্ট বুঝিয়ে দিলেন যে তাঁরা একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন
জাহির স্পষ্ট বুঝিয়ে দিলেন যে তাঁরা একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন

তাঁদের প্রেমের কথা আর গোপন নেই। বলিউড নায়িকা সোনাক্ষী সিনহা আর নায়ক জাহির ইকবাল যে প্রেম করছেন, তা নিয়ে আর কারও মনে সন্দেহ নেই। কারণ, জাহির নিজেই নেট দুনিয়ায় এই গোপন কথা ফাঁস করেছেন।
সোনাক্ষী আর জাহিরের প্রেমের খবর নিয়ে বেশ কিছুদিন ধরে বলিপাড়ায় গুঞ্জন ছিল। এত দিন তাঁরা এই প্রেমের কথা গোপন রেখেছিলেন। কিন্তু পাপারাজ্জিদের নজর এড়াতে পারেননি এই জুটি। বিভিন্ন সময়ে তাঁরা পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন। তবে এবার জাহির নেট দুনিয়ায় সোনাক্ষীকে প্রেম নিবেদন করলেন। আর সোনাক্ষীও জানালেন যে তিনি জাহিরকে ভালোবাসেন। আর এই পোস্টের মাধ্যমে জাহির স্পষ্ট বুঝিয়ে দিলেন যে তাঁরা একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।

২ জুন সোনাক্ষীর জন্মদিন ছিল। কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে এই বলিউড তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন জাহির। জাহিরের এই পোস্টে সোনাক্ষী যে দারুণ খুশি, তা বলার অপেক্ষা রাখে না।

সোনাক্ষী আর জাহিরের প্রেমের খবর নিয়ে বেশ কিছুদিন ধরে বলিপাড়ায় গুঞ্জন ছিল

সোনাক্ষীর এক মজার ভিডিও পোস্ট করে এই বলিউড নায়ক তাঁর প্রেমের কথা স্বীকার করেছেন। বিমানের মধ্যে শুট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সোনাক্ষী জাহিরের সঙ্গ উপভোগ করছেন। জাহির ভিডিওর ক্যাপশনে সোনাক্ষীর উদ্দেশে লিখেছেন, ‘শুভ জন্মদিন সোনজ। আমাকে না পেটানোর জন্য ধন্যবাদ। আমি তোমায় ভালোবাসি। আমাদের আগামী দিনগুলো এ রকমই হাসি, মজা, খাওয়াদাওয়া আর ভালোবাসায় কাটবে।’

সোনাক্ষী সিনহা

সোনাক্ষীও চুপ করে বসে থাকেননি। তিনি জাহিরের এই পোস্টে লিখেছেন, ‘ধন্যবাদ, আমি তোমায় ভালোবাসি। আর আমি তোমায় পেটাতে আসছি।’ জাহিরের এই পোস্টে বিটাউন থেকে পত্রলেখা, সিদ্ধার্থ মালহোত্রা, তারা সুতারিয়া, হুমা কুরেশি, বরুণ শর্মাসহ আরও অনেকে ভালোবাসা উজাড় করে দিয়েছেন। বেশ কিছুদিন আগে সোনাক্ষী আর জাহিরকে বিয়ের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল। দুজন কালো রঙের পোশাকে একসঙ্গে অনুষ্ঠানে গিয়েছিলেন।

সোনাক্ষী সিনহা। ছবি: ইনস্টাগ্রাম

কয়েক সপ্তাহ আগে সোনাক্ষী হিরের আংটি পরা ছবি প্রকাশ্যে এনেছিলেন। তারপর ফিসফাস ছিল যে জাহিরের সঙ্গে তাঁর বাগদান পর্ব সারা হয়ে গেছে। সোনাক্ষী আর জাহির একসঙ্গে রুপালি পর্দায় আসতে চলেছেন। এই জুটিকে ‘ডাবল এক্সএল’ ছবিতে দেখা যাবে। এ ছবির অন্য মূল চরিত্রে আছেন হুমা কুরেশি। জাহির কিছুদিন আগেই বলিউডে পা রেখেছেন। তাঁকে সালমান খান প্রযোজিত ছবি ‘নোটবুক’-এ দেখা গিয়েছিল।