কারিনা খান, নাকি কাপুর?

কারিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম
কারিনা কাপুর খান।  ছবি: ইনস্টাগ্রাম

বিয়ের আগে কারিনা ছিলেন কাপুর। বিয়ের পর পদবি হিসেবে পেয়েছেন ‘খান’। এখন তিনি এ দুটো পদবিই ব্যবহার করেন। তবে দুটোর মধ্যে যদি একটি পদবিকে বাছতে বলা হয়, তাহলে কোনটিকে বেছে নেবেন এই বলিউড তারকা? সম্প্রতি এ রকম এক প্রশ্ন করা হয় নবাবপত্নীকে। কারিনার দুরন্ত জবাবও তাক লাগিয়ে দেয় সবাইকে।

সম্প্রতি এক অনুষ্ঠানে সঞ্চালক প্রশ্ন করেন, ‘কাপুর’ ও ‘খান’-এর মধ্যে যদি একটিকে বাছতে বলা হয়, তিনি কোনটি নেবেন। কারিনা জবাব দেন, ‘আমার কোনো একটাকে বাছার প্রয়োজন নেই। কারণ, আমি কারিনা কাপুর খান। আমি এ দুটোর মধ্যেই আছি। এ দুটোই আমার সঙ্গে জড়িয়ে। তাই আমি নিজেকে ভাগ্যবতী বলে মনে করি।’

সঞ্চালক প্রশ্ন করেন, একই লিফটে ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাটের সঙ্গে আটকে গেলে কী করবেন তিনি? দুষ্টু হেসে কারিনা জবাব দেন, ‘আমি দেখব যেন রণবীর (কাপুর) সেখানে না থাকে। এ-ও দেখব যে রণবীর সিং সেখানে আছে কি না।’ এমন জবাব শুনে উপস্থিত সবাই হাসতে শুরু করেন।

শিগগির কারিনাকে দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে গুড নিউজ ছবিতে। তারপর আংরেজি মিডিয়াম ছবিতে। এই ছবিতে কারিনা ছাড়াও থাকবেন ইরফান খান।