কারিনা ও আমির
কারিনা ও আমির

দ্বিতীয়বার মা হতে চলছেন কারিনা

কারিনার জন্য কী না করছেন আমির!

* সেটে নামমাত্র কর্মী থাকবেন। যাঁরা না থাকলেই নয়।

* কারিনার জন্য থাকছে সার্বক্ষণিক মেডিকেল টিম।

দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর খান। এই খবরে খুশির জোয়ার বইছে নবাব খানদানে। সামাজিক যোগাযোগমাধ্যম ভরে যাচ্ছে ভক্তদের অভিনন্দনে। খুশির খবর, তবে বেশ বেকায়দায় পড়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।

কেননা আমিরের বিশাল বাজেটের ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিং এমনিতেই আটকে গেছে করোনায়। আর এই ছবির নায়িকা কারিনা। এখনো কারিনার ১০০ দিনের শুটিং বাকি। তাই কারিনার মাতৃত্ব যে আমির খানের কপালে চিন্তার ভাঁজ গভীর করবে—এটাই স্বাভাবিক।

কারিনার মাতৃত্ব যে আমির খানের কপালে চিন্তার ভাঁজ গভীর করবে—এটাই স্বাভাবিক
যেভাবেই হোক, যত দ্রুত সম্ভব কারিনার অংশের শুটিং শেষ করতে চান আমির। নতুবা কারিনার মাতৃত্বের কারণে আবারও দীর্ঘদিনের জন্য আটকে যাবে এই বিশাল বাজেটের সিনেমা।

‘ফরেস্ট গাম্প’ ছবির অফিশিয়াল এই রিমেকের জন্য আমির খান ও করিনা কাপুর খান শুটিং করছিলেন পাঞ্জাবে। সব ঠিকঠাকই ছিল। এমন সময় শুরু হলো করোনাকাল। বন্ধ হলো শুটিং। মাসের পর মাস শুটিং বন্ধ। ভারত সরকার এখনো ফিল্ম সিটি ছাড়া খোলা জায়গায় শুটিং করার অনুমতি দেয়নি। তাই দিনের পর দিন কাজ ফেলে না রেখে আমির খান দলবল নিয়ে তুরস্ক চলে যান। সেখানে ছবির কিছু অংশের শুটিং করেন। তিনি এখন মুম্বাইয়ে।

কারিনার সঙ্গে দৃশ্যগুলোর জন্য বানানো হচ্ছে বিশেষ সেট। যেভাবেই হোক, যত দ্রুত সম্ভব কারিনার অংশের শুটিং শেষ করতে চান আমির। নতুবা কারিনার মাতৃত্বের কারণে আবারও দীর্ঘদিনের জন্য আটকে যাবে এই বিশাল বাজেটের সিনেমা।

যত দ্রুত সম্ভব কারিনার অংশের শুটিং শেষ করতে চান আমির

৭ সেপ্টেম্বর থেকে মুম্বাইয়ের বিশেষভাবে বানানো স্টুডিওতে শুটিং শুরু করবেন কারিনা। সে জন্য সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন আমির।

* সেটে নামমাত্র কর্মী থাকবেন। যাঁরা না থাকলেই নয়। পরিচালকের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন খোদ আমির।

* কারিনার স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা ও বিশেষ অবস্থার জন্য থাকছে সার্বক্ষণিক মেডিকেল টিম।

* কারিনার পোশাকে আসছে পরিবর্তন। ঢিলেঢালা আর আরামদায়ক পোশাক পরানো হবে।

* বেবি বাম্প যাতে ক্যামেরায় ধরা না পড়ে, সেই ব্যবস্থাও করছেন আমির। কারিনার গর্ভাবস্থা লুকানোর জন্য ভিএফএক্সের দ্বারস্থ হবে এই ছবির দল।

* কারিনা যাতে বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করতে পারেন, সেই ব্যবস্থাও রাখা হবে।

সর্বোপরি কারিনার স্বাস্থ্য আর স্বাচ্ছন্দই প্রাধান্য পাবে এই শুটিংয়ে।

এ বছর বড়দিনে আমিরের এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে এক বছর পিছিয়েছে ছবির মুক্তির দিন। আগামী বছর বড়দিনে সিনেমা হলে আসবে ‘লাল সিং চাড্ডা’। এর আগে ‘তালাশ’ ও ‘থ্রি ইডিয়টস’ ছবিতে আমিরের সঙ্গে দেখা গেছে কারিনাকে।

এর আগে ‘তালাশ’ ও ‘থ্রি ইডিয়টস’ ছবিতে আমিরের সঙ্গে দেখা গেছে কারিনাকে